ট্রেন্ডিং





'Mirzapur': নয়া ভাবনায় 'মির্জাপুর' নির্মাতারা! পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে?
'Mirzapur' Update: শোনা যাচ্ছে এবার নাকি বড়পর্দায় আসছে 'মির্জাপুর'। নির্মাতারা নাকি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে আরও বড় যে খবর শোনা যাচ্ছে যা শুনে প্রতিক্রিয়ার বন্যা নেটিজেনদের।

নয়াদিল্লি: কিছুদিন আগেই মুক্তি পেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'মির্জাপুর'-এর (Mirzapur) তৃতীয় সিজন। তবে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের রিভিউ অনুযায়ী, তৃতীয় মরশুমে আগের মতো মন জয় করতে পারেনি 'মির্জাপুর'। তবে এখনও দেশের অন্যতম সেরা ওয়েব সিরিজগুলির অন্যতম 'মির্জাপুর'। তা কালীন ভাইয়ার (Kaleen Bhaiya) উপস্থিতিই হোক বা মুন্না ভাইয়া বা গুড্ডুর স্টান্টই হোক, দর্শক এই সিরিজকে অত্যন্ত ভালবেসেছেন, এবং এখনও সেই ধারা অব্যাহত। এরই মধ্যে শোনা যাচ্ছে অপর একটি খবর। 'মির্জাপুর' নির্মাতারা নাকি এবার এই গল্প আনতে চলেছেন ফিল্মে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) বদলে দেখা যেতে পারে হৃত্বিক রোশনকে (Hrithik Roshan)। এই বিষয়ে কেমন প্রতিক্রিয়া নেটিজেনদের?
এবার ফিল্মে 'মির্জাপুর', পঙ্কজ ত্রিপাঠীর বদলে দেখা যাবে হৃত্বিক রোশনকে?
বলিউডে নানা বিষয়ে নানা গুঞ্জনই শোনা যায়। আর কথায় বলে যা রটে, তার কিছু তো বটে। সেই হিসেবে শোনা যাচ্ছে এবার নাকি বড়পর্দায় হাজির হবে 'মির্জাপুর'। নির্মাতারা নাকি ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে আরও বড় যে খবর শোনা যাচ্ছে যে সিরিজ থেকে সিনেমা হলে সেখানে কালীন ভাইয়ার চরিত্রে দেখা যেতে পারে হৃত্বিক রোশনকে। অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠীর আইকনিক চরিত্রের সিংহাসন চলে যেতে পারে অপর তারকার কাছে। এই গুঞ্জন ছড়াতেই যদিও খানিক হতাশা প্রকাশ করেছেন নেটিজেনরা।
গুঞ্জন বলছে, বলিউডের 'গ্রিক গড'-এর কাছে যেতে পারে এই বিখ্যাত কালীন ভাইয়ার চরিত্রের প্রস্তাব। ইতিমধ্যেই সেই নিয়ে হতাশা প্রকাশ করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা। যেমন একজন লেখেন, 'সকলেই মির্জাপুর দেখে ফেলেছেন, প্রেক্ষাগৃহে কেউ দেখবে না... পঙ্কজ ত্রিপাঠী ও মুন্না ভাইয়াকে ছাড়া একেবারে মুখ থুবড়ে পড়বে...'। অপর একজন লেখেন, 'কুমন্তব্য শুনে মরে যাবে, সাধারণ মানুষ কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী ছাড়া অন্য কাউকে কখনওই মেনে নেবে না।' তাইই নয়, এমনকী হৃত্বিক রোশনের অনুরাগীদের একাংশও মনে করেন এই চরিত্রটা তাঁর কেরিয়ারের জন্য ভাল হবে না। একজন লেখেন, 'ভাই, প্লিজ এটা খুব খারাপ আইডিয়া। মির্জাপুর এতও ভাল কোনও শো নয় যে তার থেকে সিনেমা হবে। তাছাড়া হৃত্বিক ইতিমধ্যেই দুটো সিনেমা করে ফেলেছে বিহারের প্রেক্ষাপটে। দর্শক উৎসাহিত হবেন না এটা দেখতে।' আবার একজন লেখেন, 'হৃত্বিকের এই চরিত্রটা করা উচিত নয়... বিক্রম বেদায় অনেক হয়েছে... দয়া করে আর রিমেক করবেন না... ওঁর এখন কেবল অরিজিন্যাল ফিল্ম করা উচিত।'
নেটিজেন যে দলেরই হোন, একটা কথা খুবই পরিষ্কার যে 'মির্জাপুর'-এর ফিল্ম তৈরি হলে এবং তাতে হৃত্বিক অভিনয় করলে তা শুরুর দিকে অন্তত খুব ভালভাবে মেনে নেবে না দর্শকমহল। বেশিরভাগেরই মতামত এই সিদ্ধান্তের বিপক্ষে। এবার আদৌ 'মির্জাপুর' সিনেমার রূপ নেয় কি না সেটা সময়ই বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।