মুম্বই: তিনি অভিনেতা, ক্যামেরার সামনে আসাটা তাঁর পেশা। কিন্তু তাঁর দুধের মেয়েকে চিত্রসাংবাদিকরা বিরক্ত করবেন কেন। এই নিয়ে সাংবাদিকদের ওপর চেঁচামেচি করে গায়ের ঝাল মেটালেন মিশার বাবা শাহিদ কপূর।
অল্প ক’দিনের ছুটি কাটিয়ে মেয়ে মিশা ও স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে মুম্বই ফেরেন শাহিদ। তখনই বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরেন জনাকয়েক আলোকচিত্রী। মিশার ছবি তোলার চেষ্টা করেন তাঁরা। মেয়ের চোখে মুহূর্মুহূ ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানোয় শাহিদ প্রচণ্ড রেগে যান।

এ নিয়ে টুইটও করেন তিনি।





২৬ অগাস্ট জন্মেছে শাহিদ-মীরার মেয়ে মিশা। তারপর থেকেই মেয়ের ছবি বাইরে না আসার ব্যাপারে নতুন বাবা মা রীতিমত সাবধানী।