নয়াদিল্লি: ২১ বছর পর ফের ভারতের মুখে হাসি ফুটল। পঞ্জাবের ২১ বছরের তরুণী হরনাজ কৌর সান্ধুর হাত ধরে 'মিস ইউনিভার্স'-এর (Miss Universe 2021 Harnaaz Kaur Sandhu) মুকুট ফিরল দেশে। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে হরনাজ জানান, গোটা দেশের জন্য এটা একটা বড় উদযাপনের সময় কারণ একজন ভারতীয় ২১ বছর পর এই মুকুট পরার সুযোগ পেয়েছে।
এক জাতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হরনাজ বলেন, 'আমি চিরকৃতজ্ঞ এবং সকলের ভালবাসা ও আশীর্বাদে আমার হৃদয় পরিপূর্ণ। আমি এই প্ল্যাটফর্মকে কাজ লাগিয়ে এমন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই যেগুলি সম্পর্কে আমাদের সকলের ওয়াকিবহাল হওয়া উচিত।'
হরনাজ জানান তাঁর মা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, রবিন্দর কৌর সান্ধু। মা-ই হরনাজের অনুপ্রেরণা। তিনি আরও জানান মহিলাদের ঋতুচক্র সংক্রান্ত স্বাস্থ্যবিধি ও স্তন ক্য়ান্সারকে সামনে রেখে নারীদের উন্নতিতে কাজ করতে চান।
আরও খবর: Miss Universe 2021: 'মিস ইউনিভার্স'-এর মুকুটে ১১৭০ রত্নের সমাহার, বিস্তারিত জানুন
বলিউড বা হলিউড নিয়ে কী ভাবনা 'মিস ইউনিভার্স ২০২১'-এর? তিনি জানান, এই দুই প্ল্য়াটফর্মের সাহায্যেই তিনি সমাজের গতানুগতিক ভাবধারাগুলিকে ভাঙতে চান।
তাঁর কথায়, 'আমি শুধু বলিউড না, হলিউডের অংশ হতে পছন্দ করব। তার মাধ্যমে আমি সমাজের গতানুগতিক ভাবধারাগুলিকে ভাঙব। আমার মনে হয় একবিংশ শতকের মানুষ সিনেমা ও ওয়েব সিরিজ দেখে বেশ অনুপ্রাণিত হন ফলে আমি মানুষকে অনুপ্রাণিত করতে পছন্দ করব ও তাঁদের সঙ্গে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলব যা সমাজ থেকে বিতাড়িত হওয়া উচিত।'
বিজয়ীকে একজন সহকারী ও মেকআপ আর্টিস্ট দেওয়া হয়। মেকআপ, চুলের নানা সরঞ্জাম, জুতো, পোশাক, গয়না, ত্বকের যত্ন নেওয়ার প্রসাধনী সকল কিছুর খরচ সংস্থা বহন করে এই একটা বছর। মডেলিংয়ের পোর্টফোলিও তৈরি করার জন্য সেরা চিত্রগ্রাহক দেওয়া হয় তাঁদের। এছাড়া প্রোফেশনাল স্টাইলিস্ট, পুষ্টিবিদ, ত্বকের ডাক্তার ও ডেন্টাল সার্ভিস দেওয়া হয়। এছাড়া এক্সক্লুসিভ পার্টি, ইভেন্ট, প্রিমিয়ার, স্ক্রিনিং ও কাস্টিংয়ে তাঁকে প্রবেশাধিকার দেওয়া হয়। ভ্রমণ ও সেখানে গিয়ে থাকার খরচ দেওয়া হয় সংস্থার তরফে। এমনকী গোটা বিশ্ব ভ্রমণের সুযোগও দেওয়া হয়।
এই সমস্ত বিলাসিতার সুযোগ দেওয়া হয় মিস ইউনিভার্সকে। কিন্তু তার বদলে বড় দায়িত্ব থাকে বিজয়ীর। তাঁকে 'মিস ইউনিভার্স অর্গানাইজেশন'-এর চিফ অ্যাম্বাসাডার হিসেবে এই সমস্ত ইভেন্ট, পার্টি, সমাজমূলক কাজ বা সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে হয়।