Miss World 2021 Postponed : সারা বিশ্বজুড়েই আরও একবার করোনার ঝুঁকি বাড়তে চলেছে বলে দেখা যাচ্ছে। সংক্রমণের ক্ষেত্রে বিশ্বের কিছু দেশে দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি দেখা যাচ্ছে। এই অতিমারীর প্রভাব এবার মিস ওয়ার্ল্ড ২০২১(Miss World 2021Pageant)  প্রতিযোগিতাতেও পড়ল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৭ প্রতিদ্বন্দ্বী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ভারতের প্রতিযোগী মনসা বারাণসীও (Manasa Varanasi)। করোনা আক্রান্ত হওয়ার এই খবর সামনে আসার পর আপাতত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছে।  এ ব্যাপারে মিস ওয়ার্ল্ড বিউটি পেজেন্টসের পক্ষ থেকে আধিকারিক সোশাল মিডিয়া পেজে জানানো হয়েছে। জানানো হয়েছে, সমস্ত লোকজনের স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষার কথা মাথায় রেখে ইভেন্ট অস্থায়ীভাবে আপাতত স্থগিত রাখা হচ্ছে। উল্লেখ্য, ভারতীয় সময় আজ ভোর সাড়ে চারটেয় মিল ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে হওয়ার কথা ছিল। আয়োজক কর্তৃপক্ষের বক্তব্য, সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে ইভেন্ট আপাতত স্থগিত রাখা হয়েছে। তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে পুয়ের্তো রিকোয় এই ইভেন্টের দিনক্ষণ জানানো হবে। এই সিদ্ধান্ত মিস ওয়ার্ল্ড ইভেন্টে উপস্থিত চিকিৎসা বিশেষজ্ঞ  ও স্বাস্থ্য বিভাগের বৈঠকের পর নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরও বেশি সুরক্ষারও আয়োজনও করা হয়েছে। সমস্ত আক্রান্ত প্রতিযোগীদের ওপর কড়া নজর রাখা হচ্ছে। 



আয়োজক সংস্থার পক্ষ থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে যে, স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে অনুমতি মিললে তবেই প্রতিযোগীরা নিজ নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতি পাবেন। মিস ওয়ার্ল্ড লিমিটে়ডের সিইও জুলিয়া মর্লে বলেছেন, সুস্থ হয়ে প্রতিযোগীদের ফিরে আসার জন্য তাঁর অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


উল্লেখ্য, সারা বিশ্বজুড়ে এখনও অব্যাহত করোনার দাপট। এরমধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। সবার প্রথম দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল। এখনও পর্যন্ত ৭৯ টি দেশে করোনার এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে।