দীপক ঘোষ , কলকাতা : ২০২৪-এ বাংলা থেকে পদ্মভূষণ সম্মান দেওয়া হল অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপকে। মরণোত্তর পদ্মভূষণ পেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও বাজপেয়ি সরকারের মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গের তরফে ৮ জন শিল্পী পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এছাড়াও তালিকায় আছেন দুই বাংলার প্রিয়, ওপার-বাংলার শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।  


২০১৯ এর ভোটের আগে বাংলার ময়দান কাঁপিয়েছিলেন বিজেপির হয়ে। বারবার তাঁর পুরনো দল তৃণমূলের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ভোটের আগের জমাজমাট শো-এ কোথাও কোথাও বিজেপির শো-স্টপার ছিলেন তিনিই। এবার সেই মিঠুনই পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। এক সময় রাজ্যসভায়ও গিয়েছিলেন তিনি, তবে সেটা তৃণমূলের হয়ে। তবে এসব কিছুর পরেও তিনি মহাগুরু ! তিনি বাংলার ম্যাটিনি আইকন। তিনি টলি-বলি কাঁপানো সুপারস্টার । একের পর এক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক তিনি। তিনি একাধারে যেমন মৃণাল সেনের চোখের মণি, অন্যদিকে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রতে প্রোডিউসরদের নিশ্চিন্ত ভরসা। 


১৯৭৬ থেকে ছুটছে তাঁর বিজয়রথ। হাজারো খানাখন্দ পেরিয়ে তিনি আজও ইন্ডাস্ট্রির মহারথী 'মহাগুরু'। হালফিলে প্রজাপতি থেকে কাবুলিওয়ালা - তাঁর ছবি মানেই বাঙালি হলমুখী। রাজনীতির সঙ্গে রয়েছেন, কিন্তু রঙের ঊর্ধ্বে তাঁর জনপ্রিয়তা। ২০২৪-এ  পদ্মভূষণ সম্মান পেয়ে মিঠুন চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়া জানালেন এবিপি আনন্দ-কে। 


মিঠুন বললেন, আমি জীবনে কখনও নিজের জন্য কারও কাছ থেকে কিচ্ছু চাইনি। আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ, আজকে সেটা উপলব্ধি করছে। ভিডিও বার্তায় বললেন, এই সম্মান তিনি উৎসর্গ করছেন অনুরাগীদের, যাঁরা ভারতে আছেন, ভারতের বাইরে আছেন, যাঁরা নিঃশর্ত , নিঃস্বার্থ ভালবাসা দিয়েছেন...' 


২০২৪ এ পদ্মভূষণ পেয়েছেন ১৭ জন, যার মধ্যে বাংলা থেকে রয়েছেন ৩ জন। পদ্মশ্রী প্রাপকদের তালিকাতেও একধিক ক্ষেত্রে সম্মানিত পশ্চিমবঙ্গের বিশিষ্টরা। ১১০ জনের মধ্যে ৮জন পদ্মশ্রী প্রাপক এরাজ্যের বাসিন্দা। বাংলা থেকে পদ্মশ্রী পেলেন বাংলার ভাস্কর সনাতন রুদ্র পাল। 'বড়লোকের বিটি লো' গানের জন্য খ্যাত রতন কাহার, ও পুরুলিয়ার 'গাছ দাদু' দুখু মাঝি। মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে ছৌ মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধরকে। লোকসভা নির্বাচনের আগে বাঙালির মন জয় করতেই কি বাংলা থেকে এত জনকে পদ্ম পুরস্কারের জন্য বেছে নিল মোদি সরকার? উঠছে সেই প্রশ্ন।  


আরও পড়ুন :


পদ্মভূষণ মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ, পদ্মশ্রী 'গাছ দাদু' থেকে তাকদিরা, দেখে নিন বাংলার ১১ পদ্মপ্রাপকের তালিকা