কলকাতা: বড়পর্দায় এবার কাবুলিওয়ালার (Kabuliwala) চরিত্রে দেখা যাবে জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। ছবির কথা জানা গিয়েছিল আগেই, এবার প্রকাশ্যে এল ছবিতে মিঠুন চক্রবর্তীর প্রথম লুক (First Look)। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা।
বড়পর্দায় আসছে রবীন্দ্রনাথের 'কাবুলিওয়ালা'
২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পায় মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত 'প্রজাপতি'। এরপর ফের মিঠুন চক্রবর্তীকে বড়পর্দায় দেখা যাবে ২০২৩ সালের বড়দিনের ছুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প 'কাবুলিওয়ালা' এবার আসছে বড়পর্দায়। মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবিতে অভিনেতার প্রথম লুক।
'এসভিএফ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, 'জিও স্টুডিওজ' ও 'এসভিএফ এন্টারটেনমেন্ট' নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন 'কাবুলিওয়ালা'। চলতি বছরের বড়দিনের আবহে মুক্তি পাবে ছবিটি। শুরু হল শ্যুটিং।
ধুলো ময়লা মাখা সাদা পাঠানি স্যুট, তারওপর ধূসর আফগানি জ্যাকেট, মাথায় পাগড়ি, কাঁধে লম্বা ঝোলা। পর্দার কাবুলিওয়ালা হেঁটে চলেছেন বালুরাশির ওপর দিয়ে, ধীরে ধীরে সেই প্রেক্ষাপট বদলে দেখা যাচ্ছে ইট-বালি-সিমেন্টে তৈরি বাড়ি সমেত শহরের ছবি। কাবুলিওয়ালা বলতেই যেমন ছবি আমাদের মাথায় আসে, ঠিক তেমনই লুকে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে।
আরও পড়ুন: OMG 2: বিশেষ কাঁচি চলল না 'OMG 2' ছবিতে, সামান্য পরিবর্তন করে মিলল 'A' ছাড়পত্র
চলতি বছরের এপ্রিল মাসে যখন এসভিএফের তরফে একগুচ্ছ ছবির নাম ঘোষণা করা হয় তখন সেই তালিকাতেই ছিল সুমন ঘোষের 'কাবুলিওয়ালা'র নাম। সেই সময় এসভিএফ এন্টারটেনমেন্টের (SVF Emtertainment)-এর ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি (Mahendra Soni) বলেন, '২০২৩ সালে এই সংযুক্তিকরণ বিনোদন দুনিয়ায় একটি নতুন দিক খুলে দেবে। গোটা ইন্ডাস্ট্রির পক্ষে এই সংযুক্তিকরণ খুবই লাভজনক ও ফলপ্রসূ হবে বলেই আমার বিশ্বাস। বর্তমানে আঞ্চলিক ভাষার ছবি খুবই গুরুত্ব পাচ্ছে। সেই দিক থেকে জিও সিনেমার সঙ্গে এসভিএফের এই সংযুক্তিকরণ বাংলা ভাষার সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।' সেই সফরেরই অংশ 'কাবুলিওয়ালা'র শ্যুটিং হল শুরু।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial