কলকাতা: বয়স্ক বাবা-মাকে দেখেন না ছেলে.. এই সমস্যা যেন সাধারণ মানুষের নিত্যনৈমিত্তিক ঘরে ঘরে। আর সেই সমস্যাকেই এবার সিনেমার পর্দায় তুলে আনছেন রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র 'সন্তান'। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)- অভিনীত নতুন ছবি বলবে বাবা-মাকে না দেখে এক ছেলে বিলাসবহুল ভাবে নিজের জীবন কাটাচ্ছেন, সেই ছেলের গল্প। একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। বাবার ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী ও ছেলের ভূমিকায় রয়েছেন ঋত্বিক। বাবা ছেলের নামে মামলা করে তাঁদের না দেখবার অভিযোগে। সেই মামলাই লড়বেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চরিত্র। 


এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, অনুসুয়া মজুমদার (Anashua Majumdar), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), অহনা দত্ত (Ahona Dutta)। ট্রেলারের প্রথমেই দেখা যায়, ছেলের বিরুদ্ধে কেস করতে কোর্টে এসেছেন মিঠুন। আর তাঁরই আইনজীবী শুভশ্রী। এরপর আসে গল্পের বিভিন্ন ওঠাপড়া। মিঠুনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অনুসূয়াকে। প্রথমে অনুসূয়া ক্ষুদ্ধ হবেন তাঁর ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে। আবার ট্রেলারের শেষেই যখন দেখা যায় ঋত্বিক তার বাবাকে যখন চাপ দিচ্ছে কেস তুলে নেওয়ার জন্য তখন তাঁকে একটা চড় মেরে অনুসূয়াই বলছেন, 'আমার স্বামী বিক্রি হওয়ার জন্য নয়।'


ডিসেম্বরে এই ছবিটি মুক্তি পাচ্ছে বড়পর্দায়। প্রসঙ্গত, পুজোয় সময় এই বছর এসভিএফ থেকে কোনও ছবি মুক্তি পায়নি। অনেকেই প্রত্যাশা করেছিলেন, এসভিএফ থেকে এই বছর পুজোয় কোনও না কোনও ছবি আসবে। তবে তা হয়নি। তবে এবার শীতের ছুটিতে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর সন্তান। হিসেব বলছে, এই একই সময়ে মুক্তি পাওয়ার কথা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সসের নতুন ছবি 'খাদান'-এর। অর্থাৎ এবার শীতের ছুটিতে মুখোমুখি হবেন দেব ও মিঠুন। 


 






আরও পড়ুন: Sourav and Bonny: পর্দায় মুখোমুখি সৌরভ আর বনি, সাসপেন্স থ্রিলারে কেমন জমবে দ্বৈরথ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে