মুম্বই: এই মুহূর্তে এক রিয়েলিটি শোয়ের বিচারকের পদে দেখা যাচ্ছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। সেখানেই মুখ খুললেন করোনা পরিস্থিতিতে তাঁর রেস্তোরাঁ ব্যবসায় কতটা প্রভাব পড়েছিল সে সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন অতিমারি পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষের মতো তাঁর জীবনেও কী প্রভাব পড়েছিল।


গত দুটো বছর ধরে চলছে করোনা পরিস্থিতি। সারা বিশ্বের মানুষ এই মারণ ভাইরাসের প্রকোপে বিধ্বস্ত। গত দুটো বছরে বহু মানুষ এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এখনও গোটা পৃথিবী থেকে এর প্রভাব যায়নি। বর্তমানে দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিন বহু মানুষ সংক্রমিত হচ্ছেন। তার সঙ্গে বিভিন্ন পেশার মানুষের নানা সমস্যা দেখা দিয়েছে। অতিমারির কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ। ধনী থেকে দরিদ্র, প্রতিটা মানুষের জীবনে করোনার প্রভাব পড়েছে মারাত্মকভাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা মিঠুন চক্রবর্তী জানালেন, করোনাভাইরাস তাঁর জীবনে কিংবা তাঁর ব্যবসায় কী প্রভাব ফেলেছে।


আরও পড়ুন - Tollywood Celebrity Updates: চিনতে পারছেন? বাংলা ছবির এখনকার হ্যান্ডসাম নায়ক ইনি


এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী জানালেন, করোনা (Coronavirus) অতিমারির মধ্যে তাঁর রেস্তোরাঁয় এক কাপ কফিও বিক্রি হয়নি। বেশ কয়েকটি রেস্তোরাঁ চালান অভিনেতা। বললেন, 'করোনাভাইরাস (Covid19) সমস্ত কিছুটাকেই ক্ষতিগ্রস্থ করে রেখেছে এখনও। ওই বিষয়ে যত কম কথা বলা যায়, তত ভালো।'


৭১ বছর বয়সী অভিনেতা মিঠুন চক্রবর্তী জানালেন, অতিমারি পরিস্থিতিতে তাঁর প্রথম লক্ষ্যই ছিল কীভাবে সংসার চালাবেন, সেদিকে নজর দেওয়া। কারণ পরিবারে তিনিই একমাত্র রোজগেরে সদস্য। তিনি জানান, যখন পরিস্থিতি খুবই খারাপ দিকে গিয়েছে, তখন তিনি রেস্তোরাঁর কর্মীদের বলেছিলেন, রেস্তোরাঁ থেকে যা রোজগার হচ্ছে, তা নিজেদের মধ্যে ভাগ করে নিতে। কিন্তু সেই সময়ে ব্যবসায় এতটাই ক্ষতিকর প্রভাব পড়বে, তা তিনি আন্দাজও করতে পারেননি।


প্রসঙ্গত, যে রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে রয়েছেন মিঠুন চক্রবর্তী, সেখানে তাঁর সঙ্গে রয়েছেন কর্ণ জোহর এবং পরিণীতি চোপড়াও। এক প্রতিযোগীর নাচ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং টাকা রোজগারের জন্য জীবনের শুরুর দিনগুলোয় তিনি যেভাবে পরিশ্রম করেছিলেন, আবেগপ্রবণ হয়ে সেই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করলেন দর্শকদের সঙ্গে।