কলকাতা: বলিউড তারকাদের মতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে খুবই সক্রিয় থাকেন টলিউড (Tollywood) অভিনেতারাও। কী করছেন, কোথায় যাচ্ছেন, যাবতীয় কিছু অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তাঁরা। সম্প্রতি বাংলা ছবির এক জনপ্রিয় অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর স্কুল জীবনের ছবি শেয়ার করলেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। স্কুল ইউনিফর্মে দাঁড়িয়ে থাকা অভিনেতার ছবি দেখে অনুরাগীরা ভাবতেই পারছেন না, ইনিই আজকের বাংলা ছবির হ্যান্ডসাম নায়ক। নেট নাগরিকদের মতোই অবাক হয়েছেন অন্যান্য তারকারাও। তাঁরাও বিষ্ময় প্রকাশ করে অভিনেতাকে জানতে চেয়েছেন 'এটা কে?'


আরও পড়ুন - Bollywood Celebrity Updates: আরবাজ খানের সঙ্গে বিয়ে কেরিয়ারে কী প্রভাব ফেলেছিল? এতদিনে মুখ খুললেন মালাইকা


স্কুল জীবনের যে ছবি শেয়ার করেছেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা, তিনি আর কেউ নন, অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন অঙ্কুশ একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁকে স্কুল ইউনিফর্মে দেখা যাচ্ছে। বাড়ির লোহার গেটে এক পা তুলে কায়দা করে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সাদা শার্টের সঙ্গে ছাই রঙের প্যান্ট। গলায় টাই। এক হাত পকেটে আর এক হাত পায়ের উপর। স্কুল জীবনের ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, 'আমার মনে হয় এটা ক্লাস এইটের ছবি। যদিও নিশ্চিত নই।'



অঙ্কুশের পোস্ট করা স্কুল জীবনের ছবি দেখে অবাক নেট নাগরিকরা। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় কমেন্টে লিখেছেন, 'এটা কে?' গৌরবের মতো অবাক হয়েছেন অন্যান্য নেট নাগরিকরাও। কেউ আবার অভিনেতাকে জানতে চেয়েছেন 'কোন স্কুল?' আবার কেউ লিখেছেন, 'অঙ্কুশ দাদা তোমাকে তো পুরো অন্যরকম লাগছে।' সত্যিই বলে না দিলে বোঝার উপায় নেই এই রোগা পাতলা স্কুল বয়ই আজকের হ্যান্ডসাম নায়ক অঙ্কুশ। 


প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দুজনেই নিজেদের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে 'জুগনু' গানে পারফর্ম করে চিরাচরিত স্টেপ মিলিয়েছেন। একই জায়গা থেকে রিলস তৈরি করেছেন তাঁরা। ভিডিওর দৃশ্য দেখা বোঝা যাচ্ছে দুই তারকা পাহাড়ে কোথাও ছুটি কাটাতে গিয়েছেন। আর সেখানেই তৈরি করে ফেলেছেন রিলস। আর দুই তারকার ডান্স পারফরম্যান্সে লাইক কমেন্ট করেছেন অনুরাগী থেকে অন্যান্য তারকারা। অঙ্কুশ নাকি ঐন্দ্রিলা, কে বেশি ভালো পারফর্ম করলেন? ইতিমধ্যেই অনুরাগীরা দুজনের মধ্যে তুলনা করতে শুরু করে দিয়েছেন।