কলকাতা: সাধারণ যে কোনও অভিনেতাকে যদি প্রশ্ন করা হয়, কেন এই বিশেষ ছবিটি বেছেছেন, বেশিরভাগ সময়েই তাঁরা জোর দেন চিত্রনাট্যের ওপর। তবে এমন অভিনেতাও ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যিনি কেরিয়ারে এমন ছবিতে অভিনয় করেছেন, যেখানে তাঁর কাছে গুরুত্ব পায়নি চিত্রনাট্য বা চরিত্র। তিনি ছবি করতে রাজি হয়েছিলেন, সেখানে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) রয়েছেন বলে? 


'দাদাগিরি' (Dadagiri)-র একটি বিশেষ পর্বে মঞ্চে খেলতে এসেছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। আর সেখানেই.. অভিনেতার জন্য ছিল একটি বিশেষ চমক। সেটি কী? সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) একটি ভিডিও চালিয়ে দেন এদিন স্টেজে। আর সেখানে দেখা যায় মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র একটি ভিডিও। বিশ্বনাথের জন্য রেকর্ড করে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। আর সেই ভিডিও দেখে মঞ্চে দাঁড়িয়েই চোখ ভিজল বিশ্বনাথের। আবেগে ভাসলেন এই অভিনেতা। 


কী ছিল সেই ভিডিওতে? মিঠুনকে বলতে শোনা গেল, 'বিশ্বনাথ... পল্টু... অনেকদিন থেকেই ওকে আমি চিনি। এইজন্য চিনি যে বিশ্বনাথ আমার খুব বড় ভক্ত। আমার ছবি দেখার জন্য ও বাড়িতে মার খেয়েছে, পুলিশের হাতে মার খেয়েছে। কিন্তু ওর একটাই ইচ্ছা ছিল। অভিনেতা হব। অভিনেতা হয়ে গুরুর সঙ্গে, একসঙ্গে অভিনয় করব। শ্যুটিংয়ের সময় একদিন ওকে প্রশ্ন করেছিলাম, 'পল্টু তুই এই ১-২ দৃশ্যের চরিত্রে অভিনয় কেন করিস। কোনও মানে হয় না তো.. ' ও উত্তর দেয়, 'তোমার সঙ্গে থাকব, তোমার সঙ্গে অভিনয় করব আর সন্ধেবেলা তোমার সঙ্গে একটু গা-টা ঘষে নিয়ে বাড়ি চলে যাব। ব্যাস আমার জীবনে আর কিছু চাই না।' আসলে পল্টু শুধু ভাল অভিনেতা নয়, একজন খুব ভাল মানুষ। আর আমি বিশ্বাস করি, যাঁরা মানুষ হিসেবে ভীষণ ভাল হন, তাঁরা ভাল অভিনেতাও হন।'


এই ভিডিও দেখে চোখ ভিজে যায় বিশ্বনাথের। গোটা মঞ্চ থমথমে। চোখ মুছে নিজেকে সামলে নেন বিশ্বনাথ। এ যে তার কাছে অনেক বড় পাওয়া। সঞ্চালক সৌরভ তখন বলেন, 'কেরিয়ারে এইগুলোই থেকে যায়।'


আরও পড়ুন: Dev Birthday: 'বাবা-মায়ের সঙ্গে থাকলে রোজই জন্মদিন', রুক্মিণীর সঙ্গে কী প্ল্যান বার্থ ডে বয় দেবের?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।