কলকাতা: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যে 'কাবুলিওয়ালা'-র ভূমিকায় অভিনয় করছেন, সেই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। সুমন ঘোষ পরিচালিত এই ছবির অন্যান্য ভূমিকায় কারা অভিনয় করছেন তা প্রকাশ করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে। এই ছবিতে মিনির ভূমিকায় দেখা যাবে অনুমেঘা কাহালিকে। ধারাবাহিক 'মিঠাই' (Mithaai)-তে অভিনয় করে নজর কেড়েছিলেন অনুমেঘা। আর এবার বড়পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।


এই ধারাবাহিকের অন্যান্য ভূমিকা, অর্থাৎ মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar)-কে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। শীতের ছুটিতে সাহিত্য আর বিনোদনের মেলবন্ধনকে উপভোগ করতে তৈরি অনুরাগীরা। 


কাবুলিওয়ালার গল্প কমবেশি সবারই জানা। 'এসভিএফ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, 'জিও স্টুডিওজ' ও 'এসভিএফ এন্টারটেনমেন্ট' নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন 'কাবুলিওয়ালা'। 


প্রকাশ্যে এসেছে আবির ও সোহিনীর লুক। সেখানে পুরনো ধাঁচের সাজপোশাকে দেখা যাচ্ছে আবিরকে। অন্যদিকে সোহিনীকে দেখা যাচ্ছে এক ঘরোয়া গৃহবধূর বেশে। শ্যুটিংয়ের ছবির মধ্যে, ঠাকুরঘরে মায়ের পাশে বসে, মায়েরই মতো সাদা শাড়ি পরা ছবিটি নজর কেড়েছে। সদ্য মোশন পোস্টারের মধ্যে দিয়ে মিঠুনের লুক প্রকাশ্যে এনেছিল প্রযোজনা সংস্থা।


ধুলো ময়লা মাখা সাদা পাঠানি স্যুট, তারওপর ধূসর আফগানি জ্যাকেট, মাথায় পাগড়ি, কাঁধে লম্বা ঝোলা। পর্দার কাবুলিওয়ালা হেঁটে চলেছেন বালুরাশির ওপর দিয়ে, ধীরে ধীরে সেই প্রেক্ষাপট বদলে দেখা যাচ্ছে ইট-বালি-সিমেন্টে তৈরি বাড়ি সমেত শহরের ছবি। কাবুলিওয়ালা বলতেই যেমন ছবি আমাদের মাথায় আসে, ঠিক তেমনই লুকে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। মইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং, এখন চলছে শেষ পর্যায়ের এডিটিংয়ের কাজ। ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি।


 



আরও পড়ুন: Nana Patekar: 'রিহার্সাল চলছে ভেবে অজান্তে চড় মেরেছি', ভাইরাল ভিডিও বিতর্কে ক্ষমা চাইলেন নানা পটেকর