কলকাতা: এবার আর কানাডার ক্যাফেতে গুলিচালনা নয়, খোদ মুম্বইতেই বিপদের মুখোমুখি কপিল শর্মা (Kapil Sharma)! মুম্বই নবনির্মাণ সেনার রোষানলের মুখে তারকা। কিন্তু কেন? এবার বাধ সেধেছে কপিল শর্মার উচ্চারণ। অভিযোগ, কপিল শর্মা নাকি তাঁর শো -তে মুম্বই-এর উচ্চারণ বিকৃত করেছেন। সেই কারণেই এই হুমকি পেয়েছেন তিনি। আর যদি কপিল শর্মা এই ধরণের কাজ করেন, তাহলে শো বন্ধ করার ও হুমকি পেয়েছেন কপিল শর্মা। 

কপিল শর্মা দীর্ঘদিন ধরেই একটি শো করেন, 'কমেডি নাইটস উইথ কপিল' (Comedy Nights with Kapil)। এই শো মূলত মজার শো। বিভিন্ন অতিথি এই শো-তে আসেন, আর তাঁদের সঙ্গে চলে মজার সব কথোপকথন। কিন্তু এই শোয়ের জন্যই মুম্বই নবনির্মাণ সেনার রোষানলে পড়েছেন কপিল শর্মা। তিনি নাকি তাঁর শো-তে মুম্বই শহরকে একাধিকবার 'বোম্বাই' বা 'বোম্বে' বলে অভিহিত করেছেন। তিনি যদি আগামী দিনেও এই ধরণের উচ্চারণে বিভ্রাট করেন, তাহলে এই শো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। নবনির্মাণ সেনার দাবি, শহরটার নাম মুম্বই। সেই শহরকে কেন বম্বে বা বোম্বাই বলা হবে? যদি চেন্নাই, কলকাতা বা বেঙ্গালুরুর ক্ষেত্রে সঠিক উচ্চারণ করা যায়, তাহলে মুম্বইয়ের ক্ষেত্রে কেন নয়? সেই কারণেই এই হুমকির সম্মুখীন হয়েছেন কপিল শর্মা। 

যদিও মুম্বই নবনির্মাণ সেনার তরফ থেকে জানানো হয়েছে, হয়তো কপিল শর্মার অজান্তেই এই ভুল হয়। তবে তিনি যেন এই ভুল শুধরে নেন। তবে তিনি অজান্তে হলেও মুম্বইয়ের মানুষকে অপমান করছেন। এই শহরকে অপমান করছেন। কপিল শর্মা যেন দ্রুত তাঁর ভুল শুধরে নেন। মুম্বই কপিল শর্মা কর্মভূমি। সেই কারণেই তিনি যেন এই ভুল শুধরে নেন।'

এর আগে, ক্যাফেতে গুলি চলার ঘটনায় কপিল শর্মা লিখেছিলেন, 'মন থেকে লেখা এই বার্তা.. আমরা কাপ'স ক্যাফে এই আশা নিয়ে খুলেছিলাম যে এখানে সুস্বাদু কফি নিয়ে আড্ডার আসর জমবে, বন্ধুত্বপূর্ণ আলোচনা হবে, কফিকে কেন্দ্র করে সবাই এক জায়গায় হবে। কিন্তু এই ধরনের হিংসার ঘটনা সত্যিই হৃদয়বিদারক। আমরা এই আঘাত থেকে সেরে উঠছি, কিন্তু আমরা হার মানছি না।' বিবৃতিতে কপিল শর্মা আরও বলেছেন, 'আপনাদের সবার সমর্থন, ভাল ব্যবহার, প্রার্থনা আর আপনারা যে মুহূর্তগুলো ক্যাফেতে কাটিয়েছেন, সেগুলো শেয়ার করাটা আমাদের কাছে আশীর্বাদের চেয়েও অনেক বড়। আপনাদের ওপর আমাদের বিশ্বাস রয়েছে বলেই আমরা এই ক্যাফে তৈরি করেছি। আমরা হিংসার দৃঢ়ভাবে বিরুদ্ধাচারণ করছি আর এটা নিশ্চিত করছি যে এই ক্যাফে বন্ধুত্বপূর্ণ একটা জায়গাই হয়ে থাকবে। এখানকার উষ্ণতা বজায় থাকবে। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আরও ভাল একটা পৃথিবীতে।