মুম্বই : ফের দর্শকদের বিনোদন দিতে আসছে জনপ্রিয় স্প্যানিশ ড্রামা 'মানি হাইস্ট'। এটা পঞ্চম ও শেষ সিজন। ওয়েব সিরিজের এই সিজনটি দুটি ভলিউমে মুক্তি পাবে। এর মধ্যে প্রথম ভলিউমটি মুক্তি পাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ভলিউমের প্রিমিয়ার ৩ ডিসেম্বর।


২০১৭ সালে একটি স্প্যানিশ টিভি চ্যানেলে প্রথম মুক্তি পায় এই সিরিজ। বর্তমান সময়ে নেটফ্লিক্সের সব ওয়েব সিরিজের মধ্যে ভারতে মানি হাইস্টের বেশ জনপ্রিয়তা রয়েছে। 'লা কাসা দে পাপেল' বা 'মানি হাইস্ট' দুই নামেই পরিচিত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজটি। 


'মানি হাইস্ট'- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে তথা প্রফেসর, ইতজিয়ার ইতুয়াও তথা ইন্সপেক্ট রেকেল, মিগুয়েল হেরেন তথা রিও এবং জাইম লোরেট তথা ডেনভার। এর আগের ৪ সিজনেই জনপ্রিয়তা অর্জন করেছে মানি হাইস্ট। আর এই পর্বে থাকছে টানটান উত্তেজনা। প্রতিটি দৃশ্যে দেখা যাবে রোলার কোস্টার রাইড। ডেনভার, মানিলা এবং টোকিও-কে তাঁদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিতে দেখা যাবে এই সিজনে। কিন্তু আদৌ কি সাফল্য পাবে তাঁরা? উত্তর পেতে হলে দেখতে হবে মানি হাইস্ট ফাইভ।


নেটফ্লিক্সের এই সিরিজের জন্য ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। "মানি হাইস্ট" দেখতে যাঁরা ভালোবাসেন তাঁদের আনন্দ পাওয়ার কারণ আছে। কারণ, আসন্ন সিরিজের একটি টিজার সামনে এনেছেন নির্মাতারা। সাম্প্রতিক টিজারে, প্রফেসরের জন্য 'চেকমেট'-এর ইঙ্গিত রয়েছে। নেটফ্লিক্স "মানি হাইস্ট ৫"-এর একটি ছোট ভিডিও শেয়ার করেছে। নেটফ্লিক্স ভিডিও শেয়ার করার পাশাপাশি লিখেছে, আগামী ২ অগাস্ট আসছে ট্রেলার।


'মানি হাইস্ট'-এর গত সিরিজগুলি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে। প্রফেসার আর তাঁর টিমকে দেখে মুগ্ধ হয়েছেন সবাই। গোটা বিশ্বের মধ্যে ইংরাজি ছাড়া সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজ হল 'মানি হাইস্ট'। স্প্যানিশ টিভিতে ২০১৭ সালে প্রথম টেলিকাস্ট হয়েছিল 'মানি হাইস্ট'। সেইসময় ৪.৩ মিলিয়ান মানুষ দেখে ফেলেছিলেন এটি। নেটফ্লিক্স এই ওয়েব সিরিজটিকে আন্তর্জাতিক ক্যাটেগরিভুক্ত করে দর্শকদের সামনে তুলে ধরে। টিভি সিরিজের ১৫টি এপিসোডকে ভেঙে ২২টি এপিসোড করা হয়। ফ্রান্স, ইতালি, চিন, পর্তুগাল, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ এই 'মানি হাইস্ট'।