নয়াদিল্লি: আজ মায়ের দিন। আজ মাতৃত্ব উদযাপনের দিন। আর সেই সকল মায়েরা, যাঁরা সন্তানদের একা হাতে মানুষ করেছেন, কখনও স্বেচ্ছায় তো কখনও পরিস্থিতির চাপে, তাদের কাছে মাতৃত্ব যেন একটা লড়াইয়ের নাম।
বলিউডের এমনই কিছু 'সিঙ্গল মাদার'-দের কথা আজ বলা যাক যাঁরা 'মাতৃত্ব', এই বিস্তীর্ণ কনসেপ্টটাকে খুব দক্ষ হাতে সামলেছেন, বড় করেছেন সন্তানদের, কোনও 'বাবা' ছাড়াই। আর প্রমাণ করেছেন 'মায়েরা একাই একশ'।
নীনা গুপ্তা (Neena Gupta)
নব্বইয়ের দশকে অভিনেত্রী নীনা গুপ্তা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভিভ রিচার্ডসের সম্পর্কের কথা সকলের জানা। আর সেই সম্পর্কের মতোই নিজের সন্তানসম্ভাবনার কথাও গোপন করেননি নীনা। সেই সময়েও কাজ করেছেন ছবিতে। অজস্র সিনেমা, সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের সঙ্গে বড় করেছেন তাঁর একমাত্র সন্তান মাসাবা গুপ্তা। পেশায় মাসাবা ফ্যাশন ডিজাইনার। সম্প্রতি অভিনয়ও শুরু করেছেন।
সুস্মিতা সেন (Sushmita Sen)
অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। বলিউডের জনপ্রিয় সিঙ্গল মাদার। তাঁর দুই মেয়ে। দুজনকেই দত্তক নিয়েছেন তিনি। ২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি রেনিকে বাড়িতে আনেন। এর ঠিক দশ বছর পর তিন মাসের আলিশাকে নিয়ে আসেন সুস্মিতা। তবে এসবের মাঝে কাজে ফাঁকি পড়েনি তাঁর।
করিশ্মা কপূর (Karishma Kapoor)
নব্বইয়ের দশকের সুপারস্টার, করিশ্মা কপূর ২০০৩ সালে বিয়ে করেন বড় ব্যবসায়ী সঞ্জয় কপূরকে। কিন্তু ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। করিশ্মার দুই সন্তান, সামাইরা ও কিয়ান রাজ কপূর। বিচ্ছেদের পরে করিশ্মা একা হাতেই দুই সন্তানকে মানুষ করছেন।
আরও পড়ুন: Mother's Day 2022: মাতৃ দিবসে সোশ্যাল মিডিয়া ভাসল 'তারকা' সন্তানদের শুভেচ্ছায়
পূজা বেদী (Pooja Bedi)
প্রাক্তন বলিউড অভিনেত্রী ও সঞ্চালিকা পূজা বেদী। ১৯৯৪ সালে ফারহান ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় পূজার। তাঁদের দুই সন্তান ওমর ও আলায়া ফার্নিচারওয়ালা। ২০০৩ সালে বিচ্ছেদ ঘটে পূজার। দুই ছেলে মেয়েকে একাই মানুষ করেছেন পূজা বেদী।
অমৃতা সিংহ (Amrita Singh)
বলিউডের জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেত্রী অমৃতা সিংহ ও সেফ আলি খানের প্রাক্তন স্ত্রী। তাঁদের দুই সন্তান। সারা আলি খানের জন্ম হয় ১৯৯৩ সালে এবং ইব্রাহিমের জন্ম ২০০১-এ। এরপর ২০০৪ সালে আলাদা হয়ে যান সেফ ও অমৃতা। একক মা হিসেবে অমৃতার কাছেই বড় হয়েছেন সারা ও ইব্রাহিম। এখন সারা নিজে প্রতিষ্ঠিত অভিনেত্রী ও ইব্রাহিম সহ-পরিচালকের কাজ করছেন।