মুম্বই: মৌনি রায়। টেলিভিশনের পর্দা তো বটেই এখন বলিউডেরও অন্যতম সেনসেশন এই অভিনেত্রী। অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবি দিয়ে তাঁর বলিউডে অভিষেক। তাঁকে শেষ দেখা গিয়েছে জন আব্রাহামের ছবি র: রোমিও আকবর ওয়াল্টার-এ। সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে মৌনি বেশ জনপ্রিয়। প্রায় ১০ মিলিয়নের কাছাকাছি ফলোয়ার রয়েছে তাঁর। ইনস্টায় মৌনি কোনও কিছু পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শিরোনামেও আসে।


মৌনির সাম্প্রতিকতম ছবিও সোশ্যাশ মিডিয়ায় হিট। গাঢ় খয়েরি রঙের পোশাক, শরীরের সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছে। টোনড স্কিন, পায়ে স্টিলেটো জুতো, মৌনির ছবি ইতিমধ্যেই ভাইরাল। মিস করে গিয়েছেন, তাহলে দেখে নিন-