সমুদ্র সৈকতে ছুটির মেজাজে মৌনি রায়, শেয়ার করলেন ছবি
বছরের শেষদিনগুলিতে ছুটির মেজাজে অভিনেত্রী মৌনি রায়। ছুটি কাটানোর কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলিতে তাঁকে সমুদ্র সৈকতে নিজের মতো করে সময় কাটাতে দেখা গিয়েছে। (Photo Credit: @imouniroy Instagram)
বড়দিনের পর তাঁর এই উচ্ছ্বল লুকের ছবি তিনি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। (Photo Credit: @imouniroy Instagram)
বড়দিন তিনি এইচআইভি আক্রান্ত শিশুদের সঙ্গে উদযাপন করেন। (Photo Credit: @imouniroy Instagram)
টেলিভিশনে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন মৌনি। এরপর অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। (Photo Credit: @imouniroy Instagram)
অনুরাগীরা এখন তাঁর পরবর্তী সিনেমার অপেক্ষায় রয়েছেন। (Photo Credit: @imouniroy Instagram)
নাগিন-এ অভিনয়ের মাধ্যমে সবচেয়ে খ্যাতি পেয়েছিলেন মৌনি। (Photo Credit: @imouniroy Instagram)
সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন ছবি শেয়ার করেন তিনি। (Photo Credit: @imouniroy Instagram)