কলকাতা: সদ্য একটি অনুষ্ঠানে আসতেই চূড়ান্ত ট্রোলড হয়েছিলেন তিনি। কারণ ছিল তাঁর মুখের বদল। আর এবার, সেই ট্রোলিং নিয়েই মুখ খুললেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। বড়পর্দা থেকে ছোটপর্দা, দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি। সদ্য তাঁর একটি ছবির প্রচারে এসেছিলেন তিনি। মৌনী পরেছিলেন একটি শাড়ি ও অফ শোলডার ব্লাউজ। কিন্তু নেটিজেনদের চোখ আটকে গিয়েছিল তাঁর কপালে। মৌনীর কপালে উঁচু হয়ে আছে ওটা কী? নেটিজেনদের ধারণা, মৌনী নাকি বোটক্স করিয়েছেন বা প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তাতে গন্ডোগোল হওয়াতেই কপালে দাগ পড়ে গিয়েছে মৌনীর। আর এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন মৌনী।
সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন মৌনী। এই বিষয় নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, কীভাবে তিনি এই সমস্ত বিষয়গুলি সামলান। মৌনীর মতে, তিনি এই সমস্ত বিষয়ে নজর দেন না। তিনি একেবারেই নিজের জগতে থাকেন। কেউ যদি আড়ালে থেকে ট্রোলিং করে, আঘাত করার চেষ্টা করে, তাহলে তার কথায় কান দেওয়ার প্রয়োজনবোধ করেন না মৌনী। কেউ যদি ট্রোলিং করে খুশি হন, তাহলে তিনি তা হতেই পারেন। অভিনেত্রীর তাতে কিছু যায় আসে না। প্রসঙ্গত, বোটক্স বা প্লাস্টিক সার্জারি করার প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মৌনী। এর পরেও একাধিকবার প্রকাশ্যে এসেছেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে সেই সমস্ত ছবিও। কিন্তু সেই সব ছবিতেই সুকৌশলে নিজের কপাল ঢেকে নিয়েছেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সমস্ত ছবি। তবে মৌনী সত্যিই কপালে বোটক্স করিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
অন্যদিকে, ডায়েটে ভীষণ নজর দিতে হলেও, মৌনী আসলে বেশ খাদ্যরসিক। আর তাই, সদ্যই ব্যবসার মাধ্যম হিসেবে মৌনী বেছে নিয়েছেন রেস্তোরাঁকে। মুম্বইতে খোলা তাঁর এই নতুন রেস্তোরাঁর নাম বদমাশ (Badmaash)। এই রেস্তোরাঁ সম্পর্কে কথা বলতে গিয়ে মৌনী বলেন, 'বদমাশ- এর উদ্যোগের কথা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি প্রচন্ড উৎসাহী। এই রেস্তোরাঁ, ভারতীয় খাবারের প্রতি আমার ভালবাসাকে তুলে ধরবে। নতুন ইনিংসে আমার সফর নিয়ে বলতে আমি ভীষণ আগ্রহী। এই রেস্তোরাঁয় আমার ব্যক্তিগত পছন্দের ডিশ হল, Stir-fried Mushroom Milagu with Shimeji Crisps। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, খাদ্যরসিকেরা কবে এই পদটি চেখে দেখবেন। আরও একটি পদ এই রেস্তোরাঁয় এলে অবশ্যই খাবেন। সেটি হল Mounilicious cocktail।'