কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'মোয়ে মোয়ে' (Moye Moye)। নতুন এই গানের সুরে রিল বানাতে মজেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম। সার্বিয়ার এই গানের আসল অর্থ কী? কেনোই বা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডি এই গানটি? 


সার্বিয়ান গায়িকা 'টেয়া ডোরা' (Teya Dora)-র গাওয়া প্রায় ৩ মিনিটের গান এটি। ইউটিউবে এই গানের নাম লেখা রয়েছে Dzanum। এই গানটির একটি অংশই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই গানটিতে দেখা গিয়েছে গায়িকাকেও। এই গানটির লিরিক্স লিখেছেন, Slobodan Velkovic Coby। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই গানটির উৎস খুঁজতে অনেকেই শরনাপন্ন হয়েছেন ইউটিউবের। আর তার ফলেই.. হু হু করে বেড়েছে এই গানের ভিউ। ইতিমধ্য়েই ইউটিউবে এই গানটি দেখে ফেলেছেন ৫৭ মিলিয়ন মানুষ।


সার্বিয়ান ভাষায়, এই 'মোয়ে মোয়ে'  শব্দের অর্থ হল দুঃস্বপ্ন। এই গানের চিত্রপটও সাজানো হয়েছে সেভাবেই। গোটা গানে তুলে ধরা হয়েছে ডিপ্রেশন, মনখারাপ, দুঃখ, কষ্ট ইত্যাদিকে। কিন্তু এই গানের লাইনে বলা রয়েছে... তার মধ্যেই মানুষ খুঁজে চলেছেন এমন একজনকে যে শান্তি দিতে পারে, স্বস্তি দিতে পারে। তবে এই গানের দৃশ্যপট বা সুর যতটাই মনখারাপি হোক না কেন.. সোশ্য়াল মিডিয়ায় তা ব্যবহার করা হয়েছে বিভিন্ন রিলে। আপাতত ভাইরাল এই 'মোয়ে মোয়ে'।


সোশ্যাল মিডিয়ায় ইদানিং ভাইরাল হয়ে যাওয়াই ট্রেন্ড। কেবল এই 'মোয়ে মোয়ে' নয়.. 'মানিকে মাহে হিথে' থেকে শুরু করে 'কাকলি ফার্ণিচার', 'লাভার', 'জাস্ট লুকিং লাইক আ ওয়াও' ... হামেশাই বিভিন্ন জিনিস সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে। আর সেই গানে বা কথায় দেদার রিল বানানোরও চল হয়েছে। আর সেই তালিকাতেই নতুন ট্রেন্ড 'মোয়ে মোয়ে'। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ... এই গানে রিল বানাতে মজেছেন আট থেকে আশি। তবে খুশির এই গানের আসল অর্থ যে মনখারাপ করা, সেই গানে যে লুকিয়ে রয়েছে বেদনা.. তা বোধহয় জানতেন না অনেকেই। 


 


 



আরও পড়ুন: Dev-Rukmini: সমুদ্র সৈকতে ছুটি কাটাতে একান্তে দেব, রুক্মিণী কি অন্য কোথাও?


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।