কলকাতা: একবার শাহরুখ খানকে (Shah Rukh Khan)-কে প্রশ্ন করা হয়েছিল, কেন একসঙ্গে কাজ করেন না বলিউডের তিন খান? শাহরুখ খান, সলমন খান (Salman Khan) আর আমির খান (Aamir Khan)? এই প্রশ্নের উত্তরে, শাহরুখ খান জানিয়েছিলেন, কারোও এত বাজেট নেই যে এক সিনেমায় এই ৩ খানকে কাস্ট করবেন। যদিও শাহরুখের 'জওয়ান' সিনেমায় সলমন খানকে দেখা গিয়েছিল একটি ক্যামিও চরিত্রে। সলমন আর শাহরুখকে এর আগেও এক সিনেমায় দেখা গিয়েছে, তবে তা অনেকদিন আগেই। তবে এই ৩ খানকে এক সিনেমায় দেখা যায়নি। এই ৩ খানকে, একসঙ্গে প্রথম দেখা যায় অম্বানিদের বাড়ির অনুষ্ঠানে। একসঙ্গে মঞ্চে পারফর্ম করেন এই ৩ খান। আর ফের এবার, এই ৩ খানের ছবি একসঙ্গে প্রকাশ্যে আসতেই ভাইরাল!

Continues below advertisement

১৬ অক্টোবর সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ, সলমন ও আমির। সেখানেই উপস্থিত ছিলেন, নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসন। এই জিমি ডোনাল্ডসন ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত। তিনি এই ৩ খানের সঙ্গে একটি ছবি তোলেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল। ৩ খানকে এক ফ্রেমে দেখে বেশ অবাক হয়েছেন সবাই। অনেকে আবার জল্পনা শুরু করেছেন, তবে কি এবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে এই ৩ খানকে?

সোশ্যাল মিডিয়ায় ৩ খানের সঙ্গে এই সিনেমাটা শেয়ার করে নিয়েছেন, ‘মিস্টার বিস্ট’। সেখানে তিনি লিখেছেন, 'আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?' এই কারণে অনেকে মনে করছেন, এবার কি ‘মিস্টার বিস্ট’-এর সঙ্গে একসঙ্গে কাজ করবেন এই ৩ খান? অনেকে আবার বলেছেন, অম্বানিদের পরে একমাত্র ‘মিস্টার বিস্ট’-ই রয়েছেন, যিনি এই ৩ খানকে একসঙ্গে, এক ফ্রেমে নিয়ে আসতে পারেন। সম্প্রতি মুক্তি পেয়েছে, আরিয়ান খান পরিচালিত সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। এই ছবিতে অনেকেরই প্রত্যাশা ছিল, ৩ খানকে একসঙ্গে দেখা যাবে। ৩ খানেরই ক্যামিও চরিত্র দেখা গিয়েছে বটে, তবে তাঁদের একসঙ্গে, এক ফ্রেমে দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন, তাঁদের একসঙ্গে দেখা যাবে, কিন্তু তা হল না।

Continues below advertisement

তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পর থেকে, অনেকেই মনে করছেন, এবার বোধহয় ‘মিস্টার বিস্ট’-এর সঙ্গে একসঙ্গে দেখা যেতে পারে এই ৩ খানকে। উত্তর অবশ্য এখনও অজানা।