কলকাতা: এবার বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)-র সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন সিনেমার মহরতের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। ছবির নাম SVC : 54। শ্রী ভেঙ্কটেশস্বরা ক্রিয়েসনের সঙ্গেও এটি প্রথম কাজ হতে চলেছেন ম্রুণালের। 


২০২২ সালে তামিল ছবি ‘সীতা রামম’ দিয়ে দক্ষিণে আত্মপ্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর। বলিউডে তাঁর শেষ অভিনীত ছবি 'জার্সি'। বিপরীতে ছিলেন শাহিদ কপূর (Shahid Kapoor)। ইন্ডাস্ট্রিতে প্রথম ছোটপর্দার হাত ধরেই পা রেখেছিলেন ম্রুণাল। এরপর মরাঠি ও তারপরে হিন্দি ছবি। বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি। 


আজ সোশ্য়াল মিডিয়ায় SVC : 54 ছবির মহরতের ছবি শেয়ার করে নিয়ে ম্রুণাল লেখেন, 'একটা দারুণ সফর শুরু করার এটা প্রথম ধাপ। শ্রী ভেঙ্কটেশস্বরা ক্রিয়েসনের সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে চলেছে। আর, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। শ্যুটিং শুরু হওয়ার অধীর অপেক্ষায়। 


১৯৯২ সালের ১ অগাস্ট। মহারাষ্ট্রে ধুলে অঞ্চলে জন্ম নেন অধুনা হিন্দি ও মরাঠি ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ২০১২ সালে কলেজে পড়াকালীন অভিনয়ে হাতেখড়ি। শুরু করেন 'মুঝসে কুছ কেহতি... ইয়ে খামোশিয়াঁ' ধারাবাহিক দিয়ে। এরপর ২০১৪ সালে তিনি শুরু করেন 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকে কাজ। সেটা চলে ২০১৬ পর্যন্ত।


২০১৪ সালে 'বক্স ক্রিকেট লিগ ১' ও ২০১৫ সালে 'নাচ বলিয়ে ৭'-এ অংশ নেন ম্রুণাল। অভিনেত্রীর সিনেমায় হাতেখড়ি হয় মরাঠি ছবি 'ভিট্টি দন্ডু'র হাত ধরে। ২০১৪ সালে মুক্তি পায়। তাঁর পরবর্তী মরাঠি ছবি ছিল সুরাজ্য। ডাক্তার স্বপ্নার চরিত্রে দেখা যায় তাঁকে। ২০১২ সালে ম্রুণাল আন্তর্জাতিক ছবি 'লভ সোনিয়া'র কাজ শুরু করেন। যার জন্য তিনি কলকাতায় থাকতেন। এটি মুক্তি পায় ২০১৮ সালে। ২০১৯ সালে বলিউডে ডেবিউ করেন হৃত্বিক রোশনের বিপরীতে 'সুপার ৩০' ছবির হাত ধরে। এছাড়া তাঁকে 'বটলা হাউজ', 'ঘোস্ট স্টোরিজ', 'তুফান', 'ধামাকা' ইত্যাদি ছবিতেও দেখা গিয়েছে। তাঁর শেষ ছবি ‘সীতা রামম’ বক্স অফিসে সাফল্য পেয়েছে।


 






আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?


আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?