নয়াদিল্লি: বিনোদন দুনিয়ার বহু অল্প বয়সী বা বিবাহিতা অভিনেত্রী (Actresses) অনেক সময়েই ডিম্বাণু সংরক্ষণের (Egg Freezing) পথ বেছে নিয়েছেন। যার ফলে জৈবিক গড়ন, গঠন বা বার্ধক্য (biological clock) কোনও কিছুই তাঁদের কঠিন কেরিয়ারকে প্রভাবিত করেনি বা ভাবিয়ে তোলেনি। এবার সেই ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরও (Mrunal Thakur)। কী বললেন তিনি?
'ডিম্বাণু সংরক্ষণ' নিয়ে কী বললেন 'সীতা রামাম' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর?
৩১ বছর বয়সী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সম্প্রতি 'ডিম্বাণু সংরক্ষণ' বিষয়ে তাঁর মতামত জানান। ছোটপর্দা, দক্ষিণী ইন্ডাস্ট্রি ও বলিউডের যথেষ্ট পরিচিত মুখ ম্রুণাল। 'হিউম্যানস অফ বম্বে'কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তিনিও তাঁর ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন।
কঠিন শিডিউলের কথা ভেবে অভিনেত্রীরা যে তাঁদের ডিম্বাণু সংরক্ষণের পথে এগোচ্ছেন, এবং নিজেদের ইচ্ছা মতো সময়ে মা হওয়ার পথ বেছে নিচ্ছেন, এই বিষয়টিকে কীভাবে দেখছেন ম্রুণাল, সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় তাঁকে। এই প্রশ্নের ক্ষেত্রে অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'জীবন ও কেরিয়ারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা খুব জরুরি, কিন্তু সেটা কীভাবে করা যাবে তা ভেবে উঠতেই সময় চলে যায়। আমি জানি সম্পর্ক কঠিন হয়ে ওঠে এবং সেই কারণে সঠিক সঙ্গী খুঁজে পাওয়া খুব জরুরি যে তোমার কাজের বিষয়টা বুঝবে। ডিম্বাণু সংরক্ষণ, হ্যাঁ, আমিও সেই বিষয়ে ভাবছি।' এর আগে মোনা সিংহ, তানিশা মুখোপাধ্যায়, ডিয়ানা হেইডেনের মতো অভিনেত্রীরা এই পদ্ধতির পথ বেছে নিয়েছেন।
মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও কথা বলেন ম্রুণাল। যখন খুব চাপে থাকেন, তিনিও কি থেরাপির পথ বাছেন? ম্রুণাল জানান, যে এমন অনেক দিন হয়েছে যখন তাঁর নিজের বিছানা ছেড়ে নড়তেও ইচ্ছা করেনি। কিন্তু হয়তো শ্যুটিং ফ্লোরে গিয়ে কাজ সেরেছেন আনন্দের দৃশ্যের। তিনি বলেন, 'আমি আমার কাজটাকে ব্যান্ডেজের মতো ব্যবহার করতাম, কিন্তু যখনই প্যাক আপ করে বাড়ি যেতাম, ভয়ঙ্কর খারাপ অবস্থা হত। এখন, আমি কথা বলে ওই খারাপ লাগাটা বের করে দিই। আমি থেরাপি নিই, যে কোনও কারোর জন্যই এটি প্রয়োজনীয়, বিশেষত অভিনেতাদের জন্য যাঁরা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেন। আমার আশেপাশে মানুষ আছেন, যাঁরা আমার শিকড় আলগা হতে দেয় না - আমার বন্ধুরা আর আমার বোন। আমার পোষ্য বেড়ালও আমার জীবনে অনেক বড় বদল আনে।'
আরও পড়ুন: Govinda at Arti Singh Wedding: ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে তিক্ততার অবসান! ভাগ্নির বিয়েতে হাজির গোবিন্দা
ম্রুণাল ঠাকুরকে শেষ দেখা যায় বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে তেলুগু ছবি 'দ্য ফ্যামিলি স্টার'-এ। ২০২২ সালে তেলুগু ছবিতে তিনি ডেবিউ করেন 'সীতা রামাম'-এর হাত ধরে। এরপরের বছর তাঁকে 'হাই নান্না' ছবিতে দেখা যায়। এছাড়া বলিউডেও আসছে তাঁর একাধিক কাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।