মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। আপাতত তারকা ক্রিকেটার ব্যস্ত আইপিএল (IPL) নিয়ে, আর তার মধ্যেই প্রকাশ্যে এল তাঁর প্রযোজনা সংস্থার প্রথম ছবির ঘোষণা। এই সংস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন ধোনি-পত্নী সাক্ষী সিংহ ধোনি (Sakshi Singh Dhoni)-ও। তাঁদের সংস্থার প্রথম ছবি 'এলজিএম-লেটস গেট ম্যারেড' (Lets Get Married)-এর ফার্স্ট লুক এল প্রকাশ্যে।
পোস্টারে দেখা গিয়েছে হরিশ কল্যাণ (Harish Kalyan), নাদিয়া (Nadiya) ও ইভানা (Ivana)-কে। ছবির পরিচালনা করছেন রমেশ থামিলমনি (Ramesh Thamilmani)। ছবির প্রযোজনা করছেন বিকাশ হাসিজা ও অ্যাসোসিয়েট প্রজিউসর শর্মিলা জে রাজা। সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন ধোনি স্বয়ং। তাঁর প্রযোজনা সংস্থা থেকেও এই ছবির পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে। তামিল ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।
আরও পড়ুন: Trina Saha: শুরুর ২ মাসের মধ্যেই বন্ধ হচ্ছে ধারাবাহিক 'বালিঝড়'? তৃণার পোস্ট উস্কে দিল জল্পনা
আইপিএলে ধোনির সময়টা ভাল যাচ্ছে। ৩ ম্যআচের মধ্যে ২টিতেই জিতেছে চেন্নাই সুপার কিংস। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ডেরায় গিয়ে হারিয়ে দিয়েছে সিএসকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের বিশ্বজয় অমর হয়ে রয়েছে। কিন্তু আইপিএলে এই মাঠে ধোনির স্মৃতি খুব একটা সুখকর নয়। বরং অনেকটা এগিয়ে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান। ওয়াংখেড়েতে দশবারের সাক্ষাতে সাতবারই সিএসকে-কে হারিয়েছে মুম্বই। যে হিসেবটা শনিবার সামান্য হলেও বদলেছে।
শনিবার প্রথমার্ধে বল হাতে জ্বলে ওঠেন সিএসকে বোলাররা। মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ব্যাটারই সিএসকে-র নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। রোহিত শর্মারা শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৭/৮ স্কোরে আটকে যায় মুম্বই। ম্যাচ জিততে ধোনিদের সামনে ১৫৮ রানের লক্ষ্য ছিল। রাহানের দাপটে যে লক্ষ্য সহজেই পূরণ করে সিএসকে।
রোহিত শর্মা ও ঈশাণ কিষাণ শুরুটা ভাল করেছিলেন। ৪ ওভারে ৩৮ রান ওঠার পর তুষার দেশপাণ্ডের বলে বোল্ড হয়ে যান রোহিত। ১৩ বলে ২১ রান করে। ২১ বলে ৩২ রান করে রবীন্দ্র জাডেজার বলে ফেরেন কিষাণ। তারপর থেকেই ধস নামে মুম্বই ইনিংসে। মিডল অর্ডার ব্যর্থ। ক্যামেরন গ্রিন ১২, সূর্যকুমার যাদব ১, তিলক বর্মা ২২, আর্শাদ খান ২ ও ট্রিস্টান স্টাবস ৫ রান করে ফেরেন। টিম ডেভিড ২২ বলে ৩১ রান করে আউট হন। সিএসকে বোলারদের মধ্যে সেরা জাডেজা। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মিচেল স্যান্টনার ও তুষার দেশপাণ্ডে ২টি করে উইকেট নেন।