মুম্বই: দেশ জুড়ে বিতর্ক দেখা দিয়েছে 'পাঠান' (Pathaan) ছবির 'বেশরম রং' (Besharam Rang) গানটিকে ঘিরে। নেতা-মন্ত্রী থেকে বহু মানুষ এই গানের সমালোচনায় সরব হয়েছেন। এই গানে কুরুচিকর পোশাক এবং দৃশ্য ব্যবহার হয়েছে বলে অভিযোগ তাঁদের। আর এবার সেই বিতর্কে সুর চড়ালেন 'শক্তিমান' খ্যাত মুকেশ খন্না। স্পষ্ট জানিয়ে দিলেন যে, এই গানের দৃশ্য অত্যন্ত অশ্লীল।
'বেশরম রং' প্রসঙ্গে মুকেশ খন্না-
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ খন্না জানান যে, আমাদের দেশ স্পেন কিংবা সুইডেন নয়। যে, যেকোনও কিছু বরদাস্ত করবে। 'বেশরম রং' গানে অত্যন্ত 'অশ্লীল' দৃশ্য দেখানো হয়েছে। তিনি বলছেন, 'আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়েছে। কিন্তু এটা অশ্লীল ব্যাপার। এখানে কোনও ধর্মের ব্যাপার নেই। বরং, নতুন প্রজন্মকে উস্কানি দেওয়ার মতো দৃশ্য ব্যবহার হয়েছে। খুব সামান্য পোশাক ব্যবহার হয়েছে এই গানে। যা দৃষ্টিকটু। নতুন প্রজন্মের মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে এই গান।'
আরও পড়ুন - Besharam Rang: 'বেশরম রং' গানে রিল! নেট দুনিয়ায় ঝড় তুললেন দেবলীনা দত্ত
প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল মুম্বইয়ের সাকিনাকা পুলিশ স্টেশনে (Sakinaka Police Station)। 'পাঠান'-এর (Pathaan) 'বেশরম রং' (Besharam Rang) গানে গেরুয়া বিকিনি পরেছেন অভিনেত্রী, তার প্রতিবাদেই অভিযোগ। শনিবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অভিযোগে ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীর বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট (FIR) দায়ের করার অনুরোধ করা হয়েছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ শনিবার 'পাঠান' অভিনেতা শাহরুখ খানকে ইসলাম এবং হজরত মহম্মদের জীবন নিয়ে একটি সিনেমা তৈরি করার চ্যালেঞ্জ জানিয়েছেন।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">