কলকাতা: সাধারণ মৃত্যু? শারীরিক সমস্যা? নাকি মানসিক অবসাদ? অভিনেতা মুকুল দেব (Mukul Dev)-এর মৃত্যু তুলে দিয়ে গেল একাধিক প্রশ্ন। টলিউড ও বলিউডে কাজ করা জনপ্রিয় এই অভিনেতা কী অবসাদে ভুগছিলেন? সোশ্যাল মিডিয়ায় অভিনেতার শেষ পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে! শেষবার এমন কী পোস্ট করেছিলেন মুকুল দেব?
শেষবারের মতো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন মুকুল। সেখানে তিনি ক্যাপশানে লিখেছিলেন, 'অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে'। ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘ব্রেন ড্যামেজ’ গানের থেকে এই লাইনটি ধার করেছিলেন তিনি। এই গানে এক উন্মাদের কথা বলা হয়েছে। আর এই পোস্টের পর থেকেই প্রশ্ন উঠেছে তাঁর মানসিক স্থিরতা নিয়ে। মা বাবার মৃত্যুর পরে নিজেকে সমস্ত কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। শোনা যায়, তিনি একাকিত্বে ভুগছিলেন। মদের আসক্তিও চেপে বসেছিল।
অভিনেতার ভাই রাহুল দেব সমাজমাধ্যমে লেখেন, 'গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছে। ওর সঙ্গে ওর মেয়ে সীতা দেব থাকত। মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওকে মনে রাখবে।' প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ পোস্ট করেছিলেন মুকুল। তারপর থেকে আর তিনি কোনও পোস্ট করেননি।
সোশ্যাল মিডিয়ায় মুকুল দেবের প্রয়াণে, ঋতুপর্ণা লিখেছেন, 'মুকুল দেব... ওর চলে যাওয়াটা খুবই আকস্মিক ... কিভাবে একজন মানুষ এইভাবে হঠাৎ চলে যেতে পারে! অনেকদিন খবর পাইনি কিন্তু জানতাম যে ও ভালো আছে, ভালো কাজ করছে। বেশ কিছু বছর আগে আমার ওর সঙ্গে একটা কাজ করার অভিজ্ঞতা হয়েছিল। সিনেমার নাম 'অভিসন্ধি'। পরিচালক তরুণ বন্দ্যোপাধ্যায়। দারুণ একটা চরিত্র করেছিল মুকুল, ওর খবর টা পেয়ে খুবই খারাপ লাগছে। সেই দিনগুলো মনে পড়ছে যখন আমি ওর বাংলা উচ্চারণ ঠিক করে দিতাম। কথা গুলো কিভাবে বলতে হবে সেগুলো বলে দিতাম। খুব সুন্দর ব্যক্তিত্ব ওর। পরবর্তী সময়েও কয়েকবার দেখা হয়েছে। অবাক লাগছে যে ও এভাবে চলে গেল। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল। শুনেছি শেষের দিকে ওর মন খুব খারাপ ছিল। আশা করব ও যেখানে গেছে সেখানে যেন শান্তিতে থাকে।'