কলকাতা: বিতর্কিত মন্তব্যের পরে চর্চার কেন্দ্রবিন্দুতে ইউটিউবার 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia)। আজ তাঁর বাড়িতে গিয়েছিল মুম্বই আর গুয়াহাটি পুলিশ। শুক্রবার রণবীরের বাড়িতে যায় পুলিশ। রণবীরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে। 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' (India's Got Latent)-এ রণবীর এক প্রতিযোগীর উদ্দেশে এমন মন্তব্য করেছিলেন, যে তাঁর বিরুদ্ধে এফআইআর ও দায়ের হয়। আজ সেই FIR-এর জন্যই পুলিশ আজ রণবীর এলাহবাদিয়ার বাড়িতে পৌঁছয় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু রণবীরের ফ্ল্যাট তালাবন্ধ দেখে ফিরে আসে পুলিশ। 


সংবাদমাধ্যমকে মুম্বই পুলিশ জানিয়েছে, ভরসোভার আশেপাশের এলাকাতেই রণবীরের যে ফ্ল্যাট রয়েছে, সেখানে গিয়েছিল পুলিশ কিন্তু সেই ফ্ল্যাট বন্ধ ছিল। সেখানে ছিলেন না রণবীর। বৃহস্পতিবার পুলিশ রণবীরকে পুলিশ স্টেশনে আসতে বলা হয় স্টেটমেন্ট রেকর্ড করার জন্য। কিন্তু রণবীর তাতে রাজি হননি। তিনি পুলিশকে আবেদন করেন, যদি তাঁর স্টেটমেন্ট বাড়ি থেকে রেকর্ড করে নিয়ে যাওয়া যায়। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি। রণবীরকে বলা হয়, থানায় এসেই বয়ান রেকর্ড করতে। 


তবে বৃহস্পতিবার থানায় যাননি রণবীর। এরপরে পুলিশ হানা দেয় রণবীরের বাড়ি। সেখানে মুম্বই পুলিশের সঙ্গে সঙ্গে হাজির ছিল গুয়াহাটি পুলিশও। আসাম থেকেও রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে রণবীরের বাড়ির দরজা বন্ধ দেখে মুম্বই ও গুয়াহাটি পুলিশই খার থানায় ফিরে যান।


অন্যদিকে, মা-বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া। তাঁর নামে একাধিক রাজ্য থেকে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। এবার এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রণবীর। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক FIR-কে একসঙ্গে করার জন্য পিটিশন ফাইল করেছেন রণবীরের আইনজীবী। তাঁর অনুরোধ, যেন এতগুলো এফআইআর থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একটা ঘটনার জন্য এতগুলো FIR দায়ের করা অর্থহীন। 


কী মন্তব্য করেছিলেন রণবীর? যার জেরে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এতগুলো মামলা, কী সেই বিতর্কিত মন্তব্য? 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' (India's Got Latent) -এ এসে রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন, 'তুমি কী তোমার বাবা-মায়ের যৌনতা দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও' । এই মন্তব্য ইউটিউবে প্রকাশ পাওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায়। চূড়ান্ত কটাক্ষের শিকার হল রণবীর। প্রসঙ্গত উল্লেখ্য, কমেডিয়ান সময় রায়না (Samay Raina) ইউটিউবে একটি শো করেন যার নাম India's Got Latent এবং এই অনুষ্ঠানেই প্যানেলিস্ট হিসেবে আরও অনেকের সঙ্গে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। ওই এপিসোডেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের 'বিয়ারবাইসেপস' চরম অশালীন মন্তব্য করেছেন। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এ হেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই দায়ের করা হয়েছে FIR। 


আরও পড়ুন: Solanki Roy: নতুন পরিবারের অন্দরে রয়েছে এক রহস্য, সমাধান করতে পারবেন শোলাঙ্কি?