কলকাতা: ধারাবাহিকের আঙিনায় ফের আরেক খুদের আনাগোনা। জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘ মামা'। আর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মানালি মনীষা দে ও অভিনেতা রাহুল দেব বসু। ধারাবাহিকের মুখ্যভূমিকায় রয়েছে দুগ্গামণি। এই চরিত্রে দেখা যাবে খুদে অভিনেত্রী রাধিকাকে। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিক। এখনও এই ধারাবাহিকের সম্প্রচারের সময় সঠিকভাবে বলা হয়নি। 


এর আগে ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল মানালি ও রাহুলকে। ফের একবার একই ধারাবাহিকে ফিরতে চলেছেন তাঁরা। যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখানো হয়েছে একটি অলৌকিক গল্প। দেখানো হয়েছে, একটি ছোট্ট মেয়ে ছুটছে ছুটতে এসে দুর্গা মূর্তির পিছনে লুকিয়ে পড়তে যায়। দুর্গা মূর্তিকে সে বলে যে সে যে সেই মূর্তির পিছনে লুকিয়ে রয়েছে, তা যেন দুর্গাঠাকুর কাউকে না বলে। কিন্তু হঠাৎ নির্মীয়মান দুর্গামূর্তির দিকে তাকিয়ে সে মেয়ের খেয়াল হয়, দুর্গাঠাকুরের চোখ আঁকা নেই। তখন সে তুলিতে রঙ নিয়ে, মই দিয়ে উঠে মা দুর্গার চোখ এঁকে দেয়। 


ইতিমধ্যেই দেখানো হয়, সেই বাচ্চা মেয়েটিকে খুঁজতে খুঁজতে গাড়ি ধরে ওই বাড়িতে এসে পৌঁছয় আরোও একটি চরিত্র। জানা যায়, ওই মেয়েটি অনাথ আশ্রম থেকে পালিয়েছে। তবে কেন সেই মেয়ে অনাথ আশ্রম থেকে পালিয়েছে, তা স্পষ্ট করা হয়নি। এরপরে ওই মেয়েটি দুর্গা ঠাকুরের চোখ আঁকতে আঁকতে হঠাৎ তার মাথা ঠুকে যায় দুর্গাঠাকুরের কপালে। এর ফলে তার কপালেও আঁকা হয়ে যায় ত্রিনয়ণ। আর তখনই সেই মেয়ে একটি বিশেষ শক্তি পেয়ে যায়। সে সবার মনের কথা পড়ে ফেলতে পারে। 


ওই বাচ্চা মেয়েটির চিৎকারে বাড়ির সবাই ছুটে আসলে, ছোট্ট সেই মেয়ে পড়ে ফেলতে থাকে সবার মনের কথা। যে মহিলা ওই মেয়েটিকে খুঁজতে খুঁজতে ওই বাড়িতে এসেছে, খুদে মেয়ে বলে ফেলে, সে আসলে মিথ্যে কথা বলছে। সবার মনের কথা পড়তে পড়তে, মানালির কাছে এসে সে বলে, 'তুমি ভাবছো, তোমার তো আমার মতোই একটা মেয়ে হারিয়ে গিয়েছে।' মানালি তখন তার পরিচয় জানতে চায়.. কিন্তু তার উত্তর আর দেখা যায় না প্রোমোতে... সেই উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায়।


 






আরও পড়ুন: Prateik Babbar: জীবনের নতুন অধ্যায় শুরু, দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেতা প্রতীক বব্বর