মুম্বই: সাপ্তাহিক হাজিরা থেকে নিস্তার চেয়ে আদালতের দ্বারস্থ বলিউড তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। জামিনের শর্ত অনুযায়ী প্রত্যেক শুক্রবার নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সামনে আরিয়ানকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। তাতে সংশোধন চেয়েই এ বার আদালতে আবেদন জানালেন শাহরুখ-পুত্র।
টানা ২২ দিন জেলে কাটানোর পর ৩০ অক্টোবর জামিনে মুক্তি পান আরিয়ান। কিন্তু জামিন মঞ্জুর করলেও, প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে ২টোর মধ্যে দক্ষিণ মুম্বইয়ে এনসিবি-র (NCB) দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি নিতিন সাম্বড়ে।
কিন্তু আরিয়ানের যুক্তি, হাতবদল হয়ে মাদক মামলার তদন্ত এই মুহূর্তে দিল্লি এনসিবি-র বিশেষ তদন্তকারী দলের হাতে। সে ক্ষেত্রে মুম্বইয়ে এনসিবি-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ খাটে না। তাই জামিনের শর্তাবলীতে সংশোধন ঘটানো হোক।
প্রত্যেক শুক্রবার পুলিশি ঘেরাটোপে আরিয়ান যখন এনসিবি-র দফতরে যান, সেখানে ভিড় করে থাকে সংবাদমাধ্যম। আবেদনে তারও উল্লেখ করেছেন আরিয়ান। আগামী ১৩ ডিসেম্বর বিচারপতি সাম্বড়ের এজলাসেই আরিয়ানের আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
গত ২ অক্টোবর আরবসাগরের বুকে একটি বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানকে হেফাজতে নেয় এনসিবি। ৩ ডিসেম্বর গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে মাদক বিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়।
এর পর আরিয়ানের গ্রেফতারি নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজাও। প্রশ্ন তোলা হয়, আরিয়ান মামলার তদন্তের দায়িত্বে থাকা এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও। শাহরুখকে হেনস্থা করতেই আরিয়ানকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
যদিও এই গোটা পর্বে খান পরিবারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। বরং ছেলের জামিন নিয়েই সর্বক্ষণ ব্যস্ত ছিলেন শাহরুখ। রাত জেগে নিজে আইনজাবীদের সঙ্গে শলা-পরামর্শও করতেন বলেও খবর মেলে।