নয়াদিল্লি: মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খান। ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক ক্রুজে অভিযান চালিতে আরিয়ান সহ একাধিককে পাকড়াও করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। তারকা-পুত্রকে আপাতত ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।


আরিয়ান খানের গ্রেফতারির পর শাহরুখ খান ও গৌরী খানের পাশে দাঁড়িয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন বহু বলি তারকা। সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে কিং খানের প্রতি সাহায্যের হাত বাড়ালেন প্রবীণ অভিনেতা রাজ বব্বর। ট্যুইট করে অভিনেতা লেখেন, 'তিনি সামনে থেকে এসেছিলেন এবং জয় করেছিলেন। শাহরুখ খানকে বহুদিন ধরে চিনি এবং এও জানি যে কঠিন সময় তাঁকে দমাতে পারবে না। গোটা পৃথিবী যখন তাঁর ছেলেকে ক্ষতের মাধ্যমে শিক্ষা দিচ্ছে, আমি নিশ্চিত যে এই যোদ্ধার ছেলে অবশ্যই পাল্টা যুদ্ধ করবে। ওঁকে আশীর্বাদ।'


 






সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে অভিনেতা শেখর সুমন লেখেন, 'শাহরুখ খান এবং গৌরী খানের জন্য আমার হৃদয়ও কষ্ট পাচ্ছে। বাবা হিসেবে বুঝতে পারি এই মুহূর্তে ওদের উপর দিয়ে কী ঝড় বইছে। কোনও বাবা-মায়ের পক্ষেই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখা সহজ কাজ নয়।' আরিয়ান খানের গ্রেফতারির পর নিজের অতীত জীবনকে যেন হঠাৎ সামনে দেখতে পাচ্ছেন শেখর সুমন। স্মৃতির পাতা ঘেঁটে জানালেন, তাঁর বড় ছেলে যখন মারা যায়, শাহরুখ খানই একমাত্র অভিনেতা ছিলেন, যিনি সমবেদনা জানিয়েছিলেন তাঁকে। শেখর সুমন বলছেন, 'মাত্র এগারো বছর বয়সে আমার বড় ছেলে আয়ুষকে আমি হারাই। সেই সময়ে শাহরুখ খানই একমাত্র অভিনেতা, যিনি আমার কাছে ব্যক্তিগতভাবে এসেছিলেন যখন আমি শ্যুটিং করছি। শাহরুখ আমাকে জড়িয়ে ধরে আমার সেই বেদনার দিনের সহমর্মী হন। সমবেদনা প্রকাশ করেন। বাবা হিসেবে এমন পরিস্থিতিতে কতটা যন্ত্রণা হতে পারে, তা আমি বুঝি।'


 






প্রসঙ্গত, শুক্রবার ফের জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ান খানের। আরিয়ানের পাশাপাশি আরও গ্রেফতার হওয়া দুজন, মুনমুন ধামেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টেরও জামিন মঞ্জুর হয়নি। তাঁদেরকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো হেফাজত থেকে আর্থার রোড জেলে পাঠানো হয়েছে। এমনটাই খবর এএনআই সূত্রে। স্টার কিড হলেও আর বাকি অন্যান্য আসামীদের মতোই তাঁর সঙ্গে ব্যবহার করা হচ্ছে জেলে।