কলকাতা: একের পর এক পঞ্জাবি ছবির মুক্তি হাতে রয়েছে তাঁর। তবে আর্থিক দুর্নীতির মামলা থেকে তিনি ছাড়া পাচ্ছেন কই? আজ ৬০ কোটি টাকা দুর্নীতির মামলায় মুম্বইয়ের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ)-য় হাজিরা দেওয়ার কথা শিল্পা শেট্টি (Shilpa Shetty)-র স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)-র। বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় শিল্পা ও রাজের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল।
গত ১০ সেপ্টেম্বর, মুম্বইয়ের অর্থনৈতিক অপরাধ দমন শাখা থেকে সমন পান রাজ কুন্দ্রা। সেই সময়ে রাজ ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি কিছুটা ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই অজুহাত দিয়েই কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন রাজ কুন্দ্রা। সেই আবেদন মঞ্জুর করা হয়েছিল। জানানো হয়েছিল, আগামী ১৫ তারিখ রাজ কুন্দ্রাকে হাজিরা দিতে হবে। তবে আজ, মুম্বইয়ের অর্থনৈতিক অপরাধ দমন শাখার দফতরে তাঁর হাজিরা দেওয়ার কথা।
২০২৫ সালে ইওডব্লিউ মামলাটি রাজের বিরুদ্ধে নথিভুক্ত করে এবং রাজ কুন্দ্রাকে তলব করে। রাজ ও শিল্পার বিরুদ্ধে অভিযোগটি করেছিলেন দীপক কোঠারি। তিনি দাবি করেছিলেন, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজে বিনিয়োগের কারণে রাজের সঙ্গে তিনি একটি চুক্তি করেছিলেন। সেই জন্য তিনি রাজকে ৬০ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। দীপক কোঠারির অভিযোগ, সেই টাকা ব্যবসার কাজে বিনিয়োগ না করে ব্যক্তিগত কাজে খরচ করেছেন রাজ ও শিল্পা।
রাজ বা শিল্পা শেট্টি এখন কেউই দেশের বাইরে যেতে পারবেন না। তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে। সদ্যই রাজ কুন্দ্রা এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন, 'সত্যিটা সামনে আসবেই।' সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা বলেন, 'আমি আর শিল্পা নির্দোষ। অপেক্ষা করুন এবং দেখুন ভবিষ্যতে কী হয়। এটাই জীবন। আমি বা শিল্পা কেউই এই বিষয়ে কিছু বলিনি কারণ আমরা কোনও দোষ করিনি। আমরা জানি সত্যিটা সামনে আসবেই। জীবনে প্রত্যেক মুহূর্তে বিতর্ক হয়। আমি আবার বলছি, আমরা কিছু ভুল করিনি, আগামী দিনেও করব না।'
তবে আজ রাজ মুম্বইয়ের অর্থনৈতিক অপরাধ দমন শাখায় হাজিরা দেন কি না সেটাই দেখার।