নয়াদিল্লি: বলিউড অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh) পড়লেন আইনি জটে। তাঁর সাম্প্রতিককালে করা ন্যুড ফটোশ্যুটেই (Nude Photoshoot) যত গণ্ডগোলের সূত্রপাত। এক পত্রিকার জন্য ক্যামেরার সামনে বিবস্ত্র হয়ে ফটোশ্যুট করে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা। বেশ কিছু ছবিতে তাঁকে কালো অন্তর্বাস পরেও দেখা যায়। 


আইনি জটে রণবীর


সোশ্য়াল মিডিয়ায় প্রচণ্ডভাবে সমালোচিত হলেন রণবীর সিংহ। গতকালই শোনা যায়, এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে চেম্বুর পুলিশ স্টেশনে রণবীরের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। তাঁদের অভিযোগ, 'মহিলা ভাবাবেগে আঘাত' করেছেন রণবীর।


সদ্য পাওয়া খবর অনুযায়ী, মুম্বই পুলিশ অভিনেতা রণবীর সিংহের বিরুদ্ধে করা মামলা গ্রহণ করেছে। ভারতীয় দণ্ডবিধির (IPC) ২৯২, ২৯৩, ৫০৯ ও আইটি ৬৭(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 


কী হয়েছিল?


গত সপ্তাহেই একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য করা ওই ফটোশুটের বেশ কয়েকটি ঝলক ভাইরাল হয়ে যায়। রণবীর-ভক্তরা বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত হলেও কার্যত দুভাগ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। এক দল বলি-তারকার 'সাহসী' সিদ্ধান্তের প্রশংসা করেন, অন্য দলের প্রশ্ন ছিল, 'হঠাৎ এমন খেয়াল চাপল কেন?' শুরু হয় মিম ও ট্রোলের বন্যা। দিনভর #ranveersingh ট্রেন্ডিং ছিল ট্যুইটারে। তোলপাড় শুরু হয়ে যায় বলিউডেও। 


 






পোশাক থেকে সাজগোজ, সব কিছু নিয়েই নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন রণবীর সিংহ। স্ত্রী দীপিকা পাড়ুকোনও হালকাচ্ছলে এক বার বলেছিলেন, রণবীরের 'ফ্যাশন-সেন্স' তাঁকে  কষ্ট করে সহ্য করতে হয়। কিন্তু তা বলে ন্যুড ফটোশুট? প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য করেননি কর্তা-গিন্নির কেউই। তবে রণবীরের সমর্থনে মুখ খুলেছেন আলিয়া ভট্ট, অর্জুন কপূর, রাম গোপাল ভার্মা। আলিয়া বলেছেন, 'ওঁর সম্পর্কে কোনও নেতিবাচক কথা শুনতে পারব না। উনি এত ভাল ছবি আমাদের উপহার দিয়েছেন, আমাদের উচিত ওঁকে শুধু ভালবাসা দেওয়া।'