মুম্বই: ফিটনেসে যে একটু সমস্যা রয়েছে তা বোঝা যাচ্ছিলই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Atheletics Championship) ফাইনালে রুপো জিতলেও খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। এবার কমনওয়েলথ গেমস থেকেই ছিটকে যাওয়ার পথে নীরজ চোপড়া (Neeraj Chopra)। সর্বভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব মেহতা জানিয়েছেন, ''নীরজ চোপড়া আসন্ন কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না। তিনি ১০০ শতাংশ ফিট নন। তাই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।''
গত রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর কুঁচকিতে চোট পান। এমআরআই হয়। চিকিৎসকরা তাঁকে এক মাসের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবুও আশা করা গিয়েছিল যে হয়ত বার্মিংহ্যাম অলিম্পিক্সের মঞ্চে দেখা যাবে নীরজকে। কিন্তু সেই আশা প্রায় শেষ হয়ে গেল। আর নীরজের ছিটকে যাওয়া মানেই ভারতের একটি নিশ্চিত পদক জয়ের সম্ভাবনা নষ্ট হয়ে গেল।
কিছুদিন আগেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে রুপো জিতলেন পানিপথের তরুণ। চতুর্থ প্রয়াসে এদিনের সেরা থ্রোটি করেন নীজর। ৮৮.১৩ মিটার দূরত্বে থ্রো করে রুপো নিশ্চিত করেন নীরজ। তবে সোনা জয় হল না এবার। হয়ত নিজের পারফরম্যান্সে একটু হতাশই হবেন তিনি। কারণ নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে মরিয়া ছিলেন টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী। যা সম্ভব হল না। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জয় ভারতের।
সেদিন নিজের প্রথম থ্রোটি ফাউল করেন এদিন। সেখানে গ্রেনাডার জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটারস ৯০.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের পদক একপ্রকার নিশ্চিত করে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ পদক্ষেপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের রুপো নিশ্চিত করেন নীরজ।
আরও পড়ুন: ক্রুণালকে পিতৃত্বের শুভেচ্ছা সচিনের, কী বললেন?