মুম্বই: বাণিজ্যনগরীর উপকূলে চলা এক ক্রুজ পার্টিতে আচমকা হানা দিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর অনুযায়ী, পার্টি থেকে অন্তত ১০ জনকে আটক করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।


বিলাসবহুল পার্টিতে তল্লাশি চালিয়ে অবৈধ মাদক দ্রব্য যেমন কোকেন, হ্যাশিস ইত্যাদি পাওয়া গেছে বলে খবর সূত্রের। পার্টিটি এম্প্রেস শিপের কর্ডেলিয়া ক্রুজে হচ্ছিল।


সূত্রের আরও খবর, যে দশ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে তাঁদের মধ্যে একজন বলিউড সুপারস্টারের ছেলেও রয়েছেন।


গোপন সূত্রে খবর পেয়ে NCB আধিকারিকরা ওই জাহাজে যান প্যাসেঞ্জারের বেশে। তারপরই তাঁরা তল্লাশি চালান। পার্টিটি বেশ বিলাসবহুল বলেই জানা যাচ্ছে কারণ এই ধরনের জলসায় এক একজনের প্রবেশমূল্য হচ্ছে প্রায় ৮০ হাজার টাকা।


শনিবারের গোয়ার উদ্দেশে ক্রুজটির রওনা দেওয়ার কথা ছিল। তবে জিজ্ঞাসাবাদের জন্য আটক দশ জনকে রবিবার মুম্বইয়ে নিয়ে আসা হবে।


হায়দরাবাদ থেকে মুম্বই হয়ে অস্ট্রেলিয়া যাওরা পথে এনসিবি আরও একটি আন্তর্জাতিক মাদক চোরাচালানকারী র‍্যাকেটকে গ্রেফতার করার একদিন পরই এই ঘটনা ঘটেছে শনিবার। 


আরও পড়ুন: Bigg Boss 15: 'আমি বিগ বসের অংশ নই', প্রিমিয়ার শুরুর আগে পোস্ট অভিনেত্রী রিয়া চক্রবর্তীর


এর আগে, ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউড উত্তাল হয়েছিল মাদক মামলায়। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী সহ একাধিক অভিনেতাকে জেরার মুখে পড়তে হয়েছিল। সুশান্ত সিংহকে মাদক পাচারের অভিযোগে জেল পর্যন্ত যেতে হয়েছিল রিয়া ও তাঁর ভাইকে। থাকতে হয়েছিলেন মাসখানেক। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খানের মতো অভিনেতাদেরও ডাক পড়েছিল নারকোটিক্স ব্যুরো অফ ইন্ডিয়ার অফিসে। চার্জশিট পেশ করার আগে নথিভুক্ত হয়েছিল তাদের বয়ানও। বলিউডের একের পর এক বড় অভিনেতার নাম জড়িয়ে যাওয়ার সেই সময় গোটা বিষয়টি ঘিরে গোটা দেশজুড়ে যথেষ্ট তোলপাড় হয়েছিল।