মুম্বই: বলিউডের নায়ক নায়িকাদের মৃত্যুর ভুয়ো খবর নতুন কিছু নয়। এর আগে দিলীপ কুমার ও বিনোদ খান্নার মৃত্যুর গুজব ছড়িয়েছে। এমনকী শোনা গিয়েছে, আমেরিকায় গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন। এবার একই খবর ছড়াল ষাট-সত্তরের দশকের নায়িকা মমতাজকে নিয়ে। যদিও তাঁর মেয়ে তানিয়া মাধবানি এই গুজব উড়িয়ে দিয়েছেন।

শোনা যাচ্ছিল, অসুস্থতার কারণে লন্ডনের বাড়িতে প্রয়াত হয়েছেন হরে কৃষ্ণ হরে রাম, ব্রহ্মচারী, রাম অউর শ্যাম-এর মত হিট ছবির এই অভিনেত্রী। কিন্তু তাঁর ছোট মেয়ে তানিয়া মাধবানি সব জল্পনা খারিজ করে জানিয়েছেন, তাঁর মা সুস্থ রয়েছেন। আপাতত তিনি তাঁর সঙ্গে রোমে, শপিংয়ে যাচ্ছেন তাঁরা, বাগানের জন্য কিছু গাছ কেনার ইচ্ছে আছে।

[embed]https://www.instagram.com/p/BiHKoKLBea5/?taken-by=tanyamadhvani[/embed]

৭০ বছরের মুমতাজ দীর্ঘদিন ধরে লন্ডনে থাকেন সপরিবারে।