আগরতলা: এ মাসে একের পর এক বোমা ফাটাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

মাসটি তিনি শুরু করেছেন মহাভারতের সময়েও ইন্টারনেট ছিল তত্ত্ব আউড়ে। মাসের মাঝামাঝি ডায়ানা হেডেনকে কেন মিস ওয়ার্ল্ড করা উচিত হয়নি তা নিয়ে সুচিন্তিত বিশ্লেষণ। আর এখন মাসের শেষে তিনি বললেন, সিভিল ইঞ্জিনিয়াররাই আইএএস, আইপিএস হওয়ার উপযুক্ত, কারণ নামটাই সিভিল সার্ভিস। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের এদিকে খাপ না খোলাই ভাল।

আগরতলার প্রজ্ঞা ভবনে এক সমাবেশে বিপ্লব বলেন, যাঁরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন তাঁদের সিভিল সার্ভিসে যাওয়া উচিত নয়। কারণ প্রশাসনে যাঁরা আছেন তাঁদের সমাজ তৈরি করতে হয়। সেই জ্ঞান বরং সিভিল ইঞ্জিনিয়ারদের আছে। কীসের ভিত্তিতে শুধু সিভিল ইঞ্জিনিয়ারদের তিনি এত বড় সার্টিফিকেট দিলেন তা অবশ্য জানা যায়নি।

বিপ্লব বলেন, আগে সিভিল সার্ভিস পরীক্ষা দিতেন কলা বিভাগের ছেলেমেয়েরা। এখন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং থেকে আসা তরুণ তরুণীরাও এই পরীক্ষায় বসেন। সিভিল সার্ভিস অফিসারদের অলরাউন্ডার হওয়া উচিত, কারণ যিনি সব বিভাগে পারদর্শী, তাঁরই চাহিদা সব থেকে বেশি।

সচিন তেন্ডুলকর ও কপিল দেবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, লোকে এখনও কপিল ও সচিনের নাম করে। কপিলের বোলিং ভাল ছিল কিন্তু ব্যাটিংও ছিল দুর্দান্ত। এটা বিশেষ দক্ষতার যুগ। তাই অল রাউন্ডারদের গুরুত্ব সর্বাধিক।

এ সপ্তাহেই ডায়ানা হেডেনের বিশ্বসুন্দরী হওয়ার ‘অনৌচিত্য’ নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ান বিপ্লব। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হওয়ায় অবশ্য ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, সব মেয়েকেই সম্মান করে মায়ের মত।