মুম্বই: জনপ্রিয় সুরকার বলিউডের সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর মুম্বইয়ের স্টুডিয়ো থেকে খোয়া গেল নগদ ৪০ লক্ষ টাকা। বড়সড় এই চুরির (Pritam Chakraborty) মূলে তারই এক কর্মী জড়িত রয়েছে বলেই মনে করা হচ্ছে। সূত্র অনুযায়ী মুম্বইয়ে তার নিজের অফিস থেকেই নগদ ৪০ লক্ষ টাকা চুরি হয়েছে। আর এই ঘটনা জানতে (Theft Case) পেরেই প্রীতম মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং পরে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।
মুম্বইয়ের সেই অফিসে প্রীতমের সঙ্গে এক কর্মী কাজ করতেন, তাকেই এই চুরির মূল পাণ্ডা বলে মনে করা হচ্ছে। সন্দেহের তির তার দিকেই রয়েছে। মুম্বইয়ের মালাড থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। এই ঘটনাটি জানিয়েছেন প্রীতমের ম্যানেজার, চুরির ঘটনা জানতে পেরেই তিনি কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন। পুলিশ এই সন্দেহভাজন যুবকে শনাক্ত করেছে যার নাম আশিস সায়াল, বয়স ৩২ বছর। তাঁকে খুঁজে পাওয়ার জন্য একাধিক টিম তৈরি করছে পুলিশ।
সংবাদমাধ্যমে জানা গিয়েছে, ৪ ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ প্রীতম চক্রবর্তীর মিউজিক স্টুডিয়োতে এই চুরির ঘটনা ঘটেছে। গোরেগাঁওয়ে অবস্থিত সেই স্টুডিয়োর নাম ইউনিমাস রেকর্ড প্রাইভেট লিমিটেড। একটি প্রযোজনা সংস্থায় সঙ্গীত পরিচালনার কাজ বাবদ সংস্থার প্রতিনিধিস্থানীয় এক ব্যক্তি এসে প্রীতমের ম্যানেজারকে ৪০ লক্ষ টাকার একটি ব্যাগ দিয়েছিলেন অগ্রিম হিসেবে। প্রীতমের ম্যানেজারের নাম বিনীত চেড্ডা। এই ঘটনার সময় স্টুডিয়োতে উপস্থিত ছিলেন আশিস সায়াল, আহমেদ খান এবং কমল দিশা। চুরির ঘটনাকে ঘিরে তদন্ত চলছে, আরও তথ্য জানার জন্য ঐ সময় উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এক আধিকারিক জানিয়েছেন, 'প্রীতমের ম্যানেজার যিনি এই ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন সেটিকে একটি ট্রলি ব্যাগের মধ্যে রেখেছিলেন, অফিসের মধ্যেই রাখা ছিল টাকাটা। আর তারপরে একই বিল্ডিংয়ে প্রীতমের ঘরের উদ্দেশে রওনা দিয়েছিলেন কিছু নথিতে স্বাক্ষর করানোর জন্য।' ফিরে এসে বিনীত চেড্ডা দেখেন যে নগদ সহ ট্রলি ব্যাগ পুরো উধাও। অন্য সদস্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে থাকেন তিনি যে কেউ সেটা দেখেছে কিনা। সকলেই জানায় যে সায়াল সেই ব্যাগ নিয়ে চলে গেছে। তাদেরকে বলে গিয়েছে সায়াল যে সে ট্রলিব্যাগ প্রীতমের ঘরে পৌঁছে দিতে গিয়েছে।'
আরও পড়ুন: Precious Metal: ১০ বছরের মধ্যে সোনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এই ধাতু, কী জানাল সমীক্ষা ?