কলকাতা: জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি সচিন-জিগর। বিভিন্ন জায়গায় কাজ করে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন তাঁরা। কিন্তু এবার বিপাকে সচিন-জিগর জুটির সচিন। যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, 'আজ কি রাত' খ্যাত সঙ্গীত পরিচালককে। ২৯ বছর বয়সের এক মহিলা সচিনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছে। অভিযোগ, সচিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নাকি ওই মহিলাকে বিবাহ করবেন ও নিজের মিউজিক অ্যালবামেও তাঁকে সুযোগ করে দেবেন। সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছেন আইনজীবী। আপাতত সঙ্গীত পরিচালক জামিন পেয়েছেন।

Continues below advertisement

থানায় এই মামলা দায়ের হওয়ার পরেই সঙ্গীত পরিচালককে গ্রেফতার করা হয়। তবে তার কিছুক্ষণের মধ্যেই তাঁকে জামিন দেওয়া হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২৯ বছরের ওই মহিলা অভিযোগ করা মাত্রই সচিনকে গ্রেফতার করা হয়। তবে তারপরে সচিন আইনজীবীর সাহায্য় নিয়ে জামিনে মুক্তি পেয়ে যান। কিন্তু এই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি বলেই জানা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন তাঁর আইনজীবী। সচিনের আইনজীবী আদিত্য মিঠের বক্তব্য, 'আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ একেবারে মিথ্যে এবং ভিত্তিহীন। এই সমস্ত অভিযোগের কোনও প্রমাণ নেই। আমার মক্কেলকে পুলিশ বেআইনিভাবে আটক করেছিল। সেই কারণে তাঁকে সঙ্গে সঙ্গেই ছেড়ে দিতে হয়েছে। তবে আমরা এখানেই থামব না। প্রত্যেকটা অভিযোগের সঠিক জবাব দেব আমি।

প্রসঙ্গত, সচিন সাংঘভী ও জিগর সরইয়া দীর্ঘদিন ধরেই একসঙ্গে সঙ্গীত পরিচালনা করছেন। একের পর এক কাজ বলিউডকে উপহার দিয়েছেন তাঁরা। বলিউডে এই জুটি পরিচিত সচিন জিগর নামেই। সদ্য মুক্তি পাওয়া সিনেমা 'থামা'-তে ও কাজ করেছেন এই জুটি। তাঁদের গান ভীষণ জনপ্রিয় হয়েছে। এর আগে, ‘ভেড়িয়া, ‘স্ত্রী’, ‘পরম সুন্দরী’-র মতো সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন, সচিন সাংঘভী ও জিগর সরইয়া। ‘তরস’, ‘এক জ়িন্দেগি’, ‘অপনা বনা লে’, ‘তেরে ওয়াস্তে’, ‘ফির অউর কেয়া চাহিয়ে’ -র মতো জনপ্রিয় গান রয়েছে এই জুটির ঝুলিতে। তবে এই ঘটনায় অবাক সচিন জিগর জুটির অনুরাগীরা। এই ঘটনা নিয়ে অবশ্য মুখ খোলেননি এই জুটির কেউই। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনার তদন্ত চলবে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। 

Continues below advertisement