মুম্বই: বাংলায় কাজ করেছে হাতে গোনা কয়েকটি ছবিতে। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে কয়েকটি ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল সায়ন্তনী ঘোষকে (Sayantani Ghosh)। এরপরই তিনি পাড়ি দেন আরব সাগরের তীরে। আর সেখানেই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন সায়ন্তনী। 'নাগিন'সহ আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। কিছুদিন আগেই শোনা যায় তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন। অবশেষে সেই দিন এসে গেল। মনের মানুষের সঙ্গে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী। আর সেই ছবি শেয়ার করলেন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে।
দীর্ঘদিন ধরে প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গে সম্পর্কে রয়েছেন বাঙালি কন্যা সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh Engagement)। আজ তিনি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে আংটি পরা ছবি পোস্ট করেছেন। শুধু তাই নয়, তার সঙ্গে শাঁখা-পলা হাতের ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'আমার স্বপ্ন সবসময় ছিল কবে শাখা পলা পরব। অবশেষে সেই মুহূর্ত এসে গেল।'
আরও পড়ুন - Dhanush: বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর প্রেরণা ধনুশ
প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh)। সুপারহিট বাংলা ছবি 'রাজু আঙ্কল'-এ (Raju Uncle) টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) বিপরীতে দেখা যায় তাঁকে। এরপর তিনি অভিনয় করেন 'স্বপ্ন', 'সংঘর্ষ', 'নায়ক- দ্য রিয়েল হিরো'-র মতো ছবিতে। বড় পর্দায় অভিনয়ের সঙ্গে সঙ্গে চুটিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছিলেন টেলিভিশনেও। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ সায়ন্তনী ঘোষ। প্পতিযোগী হিসেবে তাঁকে দেখা গিয়েছিল 'বিগ বস'-এও (Bigg Boss)। এবার তিনি নিজের দীর্ঘদিনের প্রেমিকের (Anurag Tiwari) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শোনা যাচ্ছে আজই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী।