কলকাতা: আপাতত নিজের জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। একদিকে ধারাবাহিকের কাজ করছেন, অন্যদিকে ব্যক্তিগত জীবনকে কার্যত ব্যক্তিগতই রেখেছেন তিনি। তবে স্মৃতি ফিরে দেখতে তো আর বাধা নেই! সোশ্যাল মিডিয়ায় তাই পুরনো ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। সেই ছবি ২০১২ সালের।
তখনও নায়িকা হননি নবনীতা। সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি শেয়ার করে নিয়েছেন, তা বেশ পুরনো। অভিনেত্রীকে চেনাই দায়.. তাঁর সাজ পোশাকও এক্কেবারে অন্যরকম। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে নবনীতা লিখেছেন, 'পেরিয়ে যাওয়া সময়।' সেখানেই নবনীতা লেখেন, ছবিটা ১১ বছরের পুরনো। অনেকে মন্তব্য করেছেন, জিতুকে কী মিস করছেন নবনীতা? তবে এই ছবি ক্লাস ১১-এর। তখনও জিতুর সঙ্গে সম্পর্কে জড়াননি নবনীতা। তবে কী অভিনেত্রীর পুরনো সময় মনে পড়ছে খুব বেশি?
জিতুর সঙ্গে সম্পর্কে সমস্যার পর থেকেই শিরোনামে থাকেন নবনীতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানার ঘোষণা করেছিলেন নবনীতা। এবিষয়ে জিতু অবশ্য মন্তব্য করেননি কোনও। নবনীতাই জানিয়েছেন, আপাতত তাঁরা আলাদা থাকছেন, সময় পেরোলে নিয়মমাফিক আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জিতু। একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি এবিষয়ে মুখ খুলতে নারাজ থেকেছেন। জানিয়েছেন, নবনীতা সম্পর্কে কোনও খারাপ কথা তিনি বলবেন না এমনকি কোনও অভিযোগও করবেন না।
এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে নবনীতা বলেছিলেন, 'আমরা মিলিতভাবেই ঠিক করেছিলাম, আর এই সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়া অর্থহীন। আমরা কখনও চাই না একে অপরকে নিয়ে বিরুপ মন্তব্য করতে। আমাদের একে অপরের জন্য সম্মানটা রয়েছে। ও ওর ভাষায় লিখেছে, আমি আমার ভাষায় লিখেছি। দেখা হলে যেন কথাবার্তাটুকু বজায় থাকে। যেটা ভালভাবে শুরু হয়েছিল, যেটা ভালভাবে শেষ হলে ওর, আমার দুজনেরই ভাল। ওর জন্য যা যা ভাল হয়েছে আমার জীবনে, কখোনোই অস্বীকার করব না।'
আরও পড়ুন: Suhana Khan: 'বাড়ি থেকে বেরনোর আগে মাকে প্রশ্ন করি...', সুহানার ওপর কতটা প্রভাব রয়েছে শাহরুখ-গৌরীর?