কলকাতা: ২০২৩-এর ফেমিনা মিস ইন্ডিয়ার (Femina Miss India) খেতাব জিতলেন রাজস্থানের নন্দিনী সেনগুপ্ত (Nandini Sengupta)। দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। তৃতীয় স্থান অধিকার করেন, মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা ৭১তম মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বছর ১৯-এর এই সুন্দরী।                                                                   


১৯ বছরের নন্দিনী গুপ্ত কোটার বাসিন্দা। তিনি কোটা আইআইটির পড়ুয়া। ইম্ফল, মণিপুরে এই অনুষ্ঠানটি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় নন্দিনীর একটি ছবিও শেয়ার করে নেওয়া হয়েছে। তাঁদের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, শুভেচ্ছা। এই সমস্ত মহিলারা সুন্দরী এবং তাঁদের দুর্দান্ত জ্ঞান, বাচন ক্ষমতা, ব্যক্তিত্ব রয়েছে। আশা করি ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই পদে ওঁদের থেকে যোগ্য আর কেউ হতে পারত না।                                                                                                                               


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান (Kartik Aryaan) ও অনন্যা পাণ্ডে (Anannya Pandey)। অনুষ্ঠানে একটি দুর্দান্ত পারফরমেন্স করেন তারা। মোহের ডিজাইন করা সাদা লেহঙ্গা পরেছিলেন ৩ জনেই। উপস্থিত ছিলেন ভূমি পেডনেকরও (Bhumi Pednekar)। ছিলেন মণীশ পাল (Manish Paul)-ও।


 






আরও পড়ুন: Parambrata as Feluda: গ্যাংটকে রহস্য সমাধানে পরমব্রত, অরিন্দমের 'সাবাশ ফেলুদা'-র ঝলক প্রকাশ্যে