মুম্বই প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি। মার্কিন মুলুকে তাঁর ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হল। অভিনেত্রী সঙ্গে সঙ্গেই বিষয়টি ব্যাঙ্ককে জানান। ক্রেডিড কার্ডটি ব্লক করেন। সেই সঙ্গে গত সোমবার মুম্বই পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন বলিউড অভিনেত্রী।


গত সোমবারই ক্রেডিড কার্ডের মাধ্যমে প্রতারণার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। প্রতারকরা নার্গিসের কার্ডের তথ্য হাতিয়ে একটি ক্লোন তৈরি করে বলে সন্দেহ করা হচ্ছে। এরপর এই কার্ড থেকে প্রায় ১৪ টি লেনদেন হয়। সবমিলিয়ে এর পরিমাণ প্রায় ৯,০৬২ মার্কিন ডলার।

জুহু পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সুনীল ঘোসালকর বলেছেন, ক্লোন করা কার্ডটি শপিংয়ের জন্য নয়, টাকা তোলার জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু নার্গিস জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে তাঁকে যে টেক্সট অ্যালার্টটি পাঠানো হয় তাতে দেখানো হয় যে, ‘শপিং পেমেন্টের’ জন্য ওই লেনদেন হয়েছে। ওই সময় মুম্বইতে ছিলেন অভিনেত্রী।

কার্ডটি যে সংস্থার সেই সংস্থা গ্রাহকের গোপনীয়তা সংক্রান্ত কারণের উল্লেখ করে কোনও তথ্য জানাতে অস্বীকার করেছে।

নার্গিসের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ভুয়ো লেনদেন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।