অলিম্পিক্স: ব্যাডমিন্টনের সেমিতে সিন্ধু, পদক জয় থেকে এক ম্যাচ দূরে, শুভেচ্ছা মমতার
Web Desk, ABP Ananda | 17 Aug 2016 03:50 AM (IST)
রিও: ব্যাডমিন্টনে আশার আলো দেখালেন পিভি সিন্ধু। অলিম্পিক্স ব্যাডমিন্টনের শেষ চারে পৌঁছলেন সিন্ধু। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা চিনের প্রতিদ্বন্দ্বী ওয়াং ইহানকে হারিয়ে ব্যাডমিন্টনের সেমি ফাইনালে পৌঁছে গেলেন ভারতের পিভি সিন্ধু। এই ম্যাচে তাঁর স্কোর ছিল ২২-২০, ২১-১৯। পদক জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে রয়েছেন সিন্ধু। সিন্ধুর জয়কেই এখন পাখির চোখ করে রেখেছে ভারতীয়রা, কারণ রিও-তে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভারতের ঝুলি শূন্যই রয়ে গেছে। সেমি ফাইনালে জাপানে নোজোমি ওকুরার বিরুদ্ধে ব্যাডমিন্টন কোর্টে নামছেন সিন্ধু। এখন অপেক্ষা সিন্ধুর হাত ধরে পদক আসে কিনা।