মুম্বই: মুম্বইয়ের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) অনোম্যাটোম্যানিয়া (Onomatomania) রোগে আক্রান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতার কথাই জানালেন। পাশাপাশি কী এই অসুখ, এই অসুখে তাঁর কী কী সমস্যা হয়, সে কথাও জানালেন।
বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বহু ছবিতে তাঁর বলিষ্ঠ অভিনয় দর্শক দেখেছেন। কিন্তু এই দাপুটে অভিনেতাই বর্তমানে এমন এক অসুখে আক্রান্ত, যার সম্পর্কে বহু মানুষের খুব একটা বিশেষ কিছু জানা নেই। তিনি আক্রান্ত অনোম্যাটোম্যানিয়া অসুখে। যে অসুখে আক্রান্ত রোগী একই কথা, একই লাইন বারবার বলতে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শারীরির অসুস্থতার কথা জানালেন অভিনেতা। নাসিরুদ্দিন শাহ বলেন, 'আমি এমন একটা রোগে আক্রান্ত, যেটাকে অনোম্য়াটোম্যানিয়া বলা হয়। আমি কোনও মজা করছি না। এটা এক ধরনের শারীরিক অসুস্থতা। আপনারা যে কেউ শব্দকোষ ঘেঁটে এই রোগ সম্পর্কে জানতে পারেন।'
আরও পড়ুন - Sreelekha Mitra: নিজের পরিচালনার প্রথম ছবির টিজার পোস্টার শেয়ার শ্রীলেখা মিত্রের
নাসিরুদ্দিন শাহ আরও বলতে থাকেন, 'অনোম্যাটোম্যানিয়া এমন একটি অসুখ, যে অসুখে আক্রান্ত রোগীরা বারংবার একই শব্দ, একই লাইন, একই বাক্য বলতে থাকেন। কোনও কারণ ছাড়াই। আপনার শুনতে এটা ভালো লাগুক আর নাই লাগুক এটাই ঘটে সেই ব্যক্তির সঙ্গে। আমার ক্ষেত্রেও এটাই হয়। এমনকি যখন আমি ঘুমিয়ে পড়ে, তখনও এই সমস্যা দেখা দেয়। মনে করুন কোনও গল্পের কোনও একটা লাইন বা অংশ আমার ভালো লেগেছে। আমি ঘুমের মধ্যেও বারবার সেই লাইন বলতে থাকি। একই শব্দ বারবার উচ্চারণ করতে থাকি।' অভিনেতা তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে আরও জানান যে, তিনি কিছুতেই নিজে থেকে এক কথা বারবার বলা থামাতে পারেন না। ক্লান্ত হয়ে গেলেও নিজের ইচ্ছা মতো থামতে পারেন না। অভিনেতার এমন শারীরিক অবস্থার কথা জানার পর থেকে উদ্বিগ্ন অনুরাগীরা।
প্রসঙ্গত, নাসিরুদ্দিন শাহকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'গহেরাইয়াঁ' ছবিতে। এই ছবিতে দীপিকা পাড়ুকোনের বাবার চরিত্রে অভিনয় করেন তিনি। গত ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় 'গহেরাইয়াঁ'। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে বিশাল ভরদ্বাজের ছবি 'কুত্তে'তে।