National Film Awards 2022: সেরা বাংলা ছবি 'অভিযাত্রিক', 'তানাজি'-র জন্য সম্মানিত অজয় দেবগণ

68th National Film Awards 2022 Live Updates: কোভিড পরিস্থিতি কাটিয়ে ফিরল ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'। ২ বছর পরে আয়োজিত হল এই অনুষ্ঠান। ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে একাধিক পুরস্কার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Jul 2022 11:35 PM
National Film Awards Update: সেরা শিক্ষামূলক ছবি 'ড্রিমিং অফ ওয়ার্ডস'

National Film Awards Update: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা শিক্ষামূলক ছবি (Best Educational Film)-র খেতাব জিতে নিল মালয়ালি ছবি 'ড্রিমিং অফ ওয়ার্ডস' (Dreaming of Words)

National Film Awards Update: যুগ্মভাবে সেরা পুরুষ প্লেব্য়াক সঙ্গীতশিল্পীর সম্মান পেলেন রাহুল, অনিশ

যুগ্মভাবে সেরা পুরুষ প্লেব্য়াক সঙ্গীতশিল্পীর সম্মান পেলেন রাহুল দেশপাণ্ডে (Rahul Deshpande) ও অনিশ মঙ্গেশ গোসাভি (Anish Mangesh Gosavi)। সেরা মহিলা প্লেব্যাক সঙ্গীতশিল্পীর খেতাব এককভাবে জিতে নিয়েছেন নানচাম্মা (Nanchamma)। 

National Award: সেরা পরিচালকের শিরোপা সচিদানন্দন কেআর-এর

Ayyappanum Koshiyum ছবির জন্য সেরা পরিচালকের শিরোপা পেলেন সচিদানন্দন কেআর (Sachidanandan KR)

National Award Update: 'আমাকে ভরসা করার জন্য ধন্যবাদ, 'অভিযাত্রীক' নিয়ে গর্বিত', প্রতিক্রিয়া 'অপু' অর্জুনের

জাতীয় মঞ্চে সম্মানিত তাঁর অভিনীত ছবি, খবর শুনেই উচ্ছসিত অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) সাদা কালো নস্ট্যালজিক ছবির অপু তিনিই। গোটা দলের সঙ্গে যুক্ত থাকার খুশি ভাগ করে নিলেন পর্দার অপু। 

National Film Awards Update: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত মধ্যপ্রদেশ, খেতাব পেল সবচেয়ে সিনেমা বান্ধব রাজ্যের

একদিকে যখন চর্চার বিষয় সমস্ত সেরার শিরোপা, তখন ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards) -এর মঞ্চ থেকে অনন্য সম্মান জিতে নিল মধ্যপ্রদেশ। সবচেয়ে সিনেমা বান্ধব রাজ্য ('Most Film Friendly State')-এর খেতাব জিতে নিল মধ্যপ্রদেশ।

National Film Awards Update:পাঁচটি বিভাগে সেরার সম্মান তামিল ছবির ঝুলিতে, যুগ্মভাবে সেরা অভিনেতা সুরিয়া

কেবল অজয় দেবগণ (Ajay Devgan) নন, আজ ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards)-এর মঞ্চে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন আরও এক অভিনেতা। সুরিয়া। আর যে ছবির জন্য় তিনি এই সম্মান পেলেন, তার নাম 'সুরারাই পোটোরু'।

Subhrajit Mitra's Reaction: 'অভিযাত্রিক তৈরি হল, পুরস্কার পেল, কেবল বাবা দেখে যেতে পারলেন না', আফশোস শুভ্রজিতের

সাদা কালো গল্পের প্রেক্ষাপটে অপুর নস্ট্যালজিয়াকে বেঁধেছিলেন শুভ্রজিৎ মৈত্র। ছবির নাম, অভিযাত্রিক (Avijatrik) জাতীয় মঞ্চে সম্মানিত হয়ে কেমন লাগছে পরিচালকের? শুভ্রজিৎ বলছেন, 'আমি সপ্তম স্বর্গে রয়েছি। দেশের সর্বোচ্চ সম্মান পাওয়া আমার আর আমার গোটা টিমের সদস্যদের কাছে যতটা গর্বের, ততটাই গর্বের সমস্ত বাঙালির জন্যই। এই সম্মানটা আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। উনি জানতেন আমি ছবিটা তৈরি করছি। কিন্তু শেষ পর্যন্ত 'অভিযাত্রিক'-কে পর্দায় দেখে যেতে পারেননি বাবা। ছবি তৈরির সময়েই উনি মারা যান।'

National Film Awards 2022: সেরা সহ অভিনেত্রী লক্ষ্মীপ্রিয়া চারুমৌলি

তামিল ছবি Sivaranjaniyum Innum Sila Pengallum-এর জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন লক্ষ্মীপ্রিয়া চারুমৌলি। (Lakshmi Priya Chandramouli)

National Film Awards Live: সেরা সিনেম্যাটোগ্রাফার সুপ্রতিম ভোল

ঘোষণা হল ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিযাত্রিকের জন্য সেরা সিনেম্যাটোগ্রাফারের সম্মান পেলেন সুপ্রতিম ভোল

National Film Awards 2022: সেরা বাংলা ছবি 'অভিযাত্রিক'

জাতীয় মঞ্চে সম্মানিত বাংলা ছবি। সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল 'অভিযাত্রিক'

National Film Awards 2022: সেরা অভিনেতা অজয় দেবগণ

'তানাজি দ্য আনসাঙ ওয়ারিয়র' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয় দেবগণ।

National Film Awards Live: সেরা সহ অভিনেতা বিজু মেনন

AK Ayyappanum Koshiyum ছবির জন্য সেরা সহ অভিনেতার সম্মান পেলেন মালয়ালি অভিনেতা বিজু মেনন।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: কোভিড পরিস্থিতি কাটিয়ে ফিরল ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards)। ২ বছর পরে আয়োজিত হল এই অনুষ্ঠান। ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে একাধিক পুরস্কার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।


দেশের সেরা নির্বাচিত চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট শিল্পীদের এই মঞ্চে পুরস্কৃত করা হয়।  এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন, শাবানা আজমি (Shabana Azmi), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), কমল হাসান (Kamal hassan)। বর্তমানে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির নামে। তিনি এই পর্যন্ত মোট ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতাদের তালিকায় নাম রয়েছে, অভিনেতা কমল হাসান, পঙ্কজ কাপুর (Pankaj Kapoor), নানা পাটেকর (Nana pathekar), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং নাসির উদ্দিন (Nasiruddin Shah) প্রমুখ অভিনেতাদের।


এই বছর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ঘোষণা করা হয়েছে একাধিক পুরস্কার।  বাংলা ছবি 'অভিযাত্রিক'-এর (Avijatrik) জন্য সেরা সিনেম্যাটোগ্রাফারের (Cinematographer) সম্মান পেলেন সুপ্রতিম ভোল (Supratim Bhol)। সেরা বাংলা ছবি অভিযাত্রিক। ‘তানাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’-এর (Tanhaji The Unsung Warrior) জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন অজয় দেবগন (Ajay Devgan)। ‘সুরারাই পোটোরু’-র জন্য যুগ্মভাবে সেরা অভিনেতা নির্বাচিত হলেন সুরিয়া। সেরা সিনেমা সহ পাঁচটি বিভাগে সেরার সম্মান গেল সুরিয়া প্রযোজিত তামিল ছবির ঝুলিতে।


ছবির সাফল্যে অজয় দেবগণ বলছেন, 'তানাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’-এর (Tanhaji The Unsung Warrior) ছবির একজন প্রযোজক হিসেবে ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards)-এ সম্মানিত হওয়া খুব বিশেষ। ছবিটা একটু সম্পূর্ণ বিনোদনমূলক ছবি। 'তানাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’ ছবিটি বন্ধুত্বের, সততা, পরিবারের মর্যাদা ও ত্যাগের গল্প। এই ছবিতে ভিএফএক্সের প্রচুর ব্যবহার ছিল। কিন্তু এই ছবির সাফল্য একার নয়। গোটা টিমের, সর্বোপরি পরিচালক ওম রাউত (Om Raut)-এর। এছাড়াও আমার অন্যান্য প্রযোজক, টি সিরিজ ও বাকি অভিনেতা অভিনেত্রীদেরও ধন্যবাদ জানাতে চাইব। ছবির ক্রিয়েটিভ টিমও হাত খুলে কাজ করেছে। সবার মিলিত প্রয়াস প্রথমে এই ছবিটিকে বক্সঅফিসে সাফল্যের মুখ দেখিয়েছে আর এখন 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর মঞ্চে খ্যাতির শিরোপা এনে দিল।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.