নয়াদিল্লি: ২৯ অগাস্ট বিশ্বের একাধিক দেশে 'জাতীয় ক্রীড়া দিবস' (National Sports Day) হিসেবে পালিত হয়। দিনটির মূল উদ্দেশ্য জাতীয় ক্রীড়া দলগুলি ও দেশের ক্রীড়া সংক্রান্ত ঐতিহ্যকে (sports traditions) সম্মান জানানো। এছাড়া ভারতে এই দিনটির আরও এক তাৎপর্য রয়েছে। আজ অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের (Major Dhyan Chand) জন্মবার্ষিকী। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালে তিনি ভারতের হয়ে অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। 


বলিউড ছবির মাধ্যমে ক্রীড়া জগতকে শ্রদ্ধা


বলিউড ছবির মধ্যে মেলে বিভিন্ন ধরনের থিম ও ঘরানা। তার মধ্যে ক্রীড়া বিষয়ক ছবির কথা না বললেই নয়। আজকের বিশেষ দিনে এক ঝলকে দেখে নেওয়া যাক তেমনই বিশেষ কিছু ছবির নাম। এমন কিছু ছবি যা থেকে সাধারণ মানুষ ব্য়াপকভাবে অনুপ্রাণিত হন।


'৮৩'


মাল্টিস্টারার এই ছবি মূলত কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের কাহিনিকে রুপোলি পর্দায় ফুটিয়ে তুলেছে। মুখ্য ভূমিকায় দেখা যায় রণবীর সিংহকে। ছিলেন দীপিকা পাড়ুকোন, জিভা, পঙ্কজ ত্রিপাঠী, তাহির রাজ ভাসিন, সাকিব সলিম, নিশান্ত দাহিয়া প্রমুখ। বক্স অফিস ও সমালোচক দ্বারা প্রচণ্ড পরিমাণে প্রশংসিত হয় এই ছবি।



'দঙ্গল'


আমির খান, ফতিমা সানা শেখ, সানিয়া মলহোত্র, জাইরা ওয়াসিম. সুহানি ভাটনগর ও সাক্ষী তনওয়ারের দুর্দান্ত পারফর্ম্যান্সের ফসল 'দঙ্গল'। মহাবীর সিংহ ফোগতের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি এই ছবি যিনি ছিলেন ভারতীয় কুস্তিগীর এবং সিনিয়র অলিম্পিকস কোচ। তিনি নিজের মেয়ে, ববিতা ফোগত ও গীতা ফোগতকে রেসলিং শিখিয়েছিলেন। বেশ পজিটিভ রিভিই পায় এই ছবি।



'মেরি কম'


মুখ্য ভূমিকায় প্রিয়ঙ্কা চোপড়া আজও মানুষের মনে উজ্জ্বল। দর্শন কুমার ও সুনীল থাপা অভিনীত এই ছবি একাধিক পুরস্কার পেয়েছে। ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত এই আত্মজীবনীমূলক ছবি বলে মেরি কম কীভাবে বক্সিংয়ের মঞ্চে নিজের স্থান পাকা করেছিলেন। এবং মাতৃত্বের পর বক্সিংয়ে ফিরে ২০০৮ সালের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ জেতেন। 



এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি


ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবনের ওপর নির্ভর করে তৈরি হয় এই ছবি। যিনি সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করে নিজের স্বপ্ন সত্যি করেছিলেন। ছবিতে নাম ভূমিকায় দেখা গেছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে। সঙ্গে ছিলেন দিশা পাটনি, কিয়ারা আডবাণী, অনুপম খের প্রমুখ। ২০১৭ সালে মুক্তি পায় ছবিটি। বলিউড ছবি হিসেবে সবচেয়ে বেশি স্থানে মুক্তি পায় ছবিটি, মোট ৬১ দেশে।



'ভাগ মিলখা ভাগ'


জগৎ বিখ্যাত 'ফ্লাইং শিখ' মিলখা সিংহের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয় এই ছবি। অলিম্পিয়ান, যিনি কমনওয়েলথ গেমসের বিজয়ী, এশিয়ান গেমসে দুবারের ৪০০ মিটার চ্যাম্পিয়ন। তাঁর পরিবারের টানাপোড়েন, দেশভাগ সবকিছুই উঠে আসে ছবিতে। মুখ্য চরিত্রে দেখা যায় ফারহান আখতারকে। সঙ্গে দেখা গিয়েছিল সোনম কপূর, দিব্যা দত্ত,মীশা সাফি, প্রকাশ রাজ প্রমুখকে। বক্স অফিসে বেশ ভাল ফল করে এই ছবি। 



আরও পড়ুন: Liger Box Office Collection Day 4: প্রথম রবিবারেও বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলতে পারল না বিজয় দেবেরাকোন্ডার 'লাইগার'