Mukesh Ambani Speech: আজ চাঁদের হাট বসতে চলেছ রিলায়েন্সের বার্ষিক সাধারণসভায়। ৪৫ তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আজ বিনিয়োগকারীদের জন্য 'কল্পতরু' হতে পারেন মুকেশ অম্বানি। জেনে নিন , সম্ভাব্য কী কী পরিকল্পনা ঘোষণা করতে পারেন রিলায়েন্সের 'মাস্টারমাইন্ড'।


Reliance AGM 2022: আজ কী ঘোষণা করতে পারে রিলায়েন্স ?
সূত্রের খবর, আজ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমেই দুপুর ২ টোয় শেয়ার হোল্ডার ছাড়াও কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন মুকেশ অম্বানি। সেখানে রিলায়েন্স জিও ৫জি ছাড়াও, মেটাভার্স এমনকী গ্রিন এনার্জির মতো বিষয় থাকতে পারে। শোনা যাচ্ছে, এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো স্টক ভেঙে নতুন করে জিও আইপিও ছাড়া হতে পারে বাজারে। যা শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য ভাল আমানতের বিকল্প খুলে দিতে পারে।  


Mukesh Ambani Speech: দেশীয় থেকে আন্তর্জাতিক হবে রিলায়েন্স !
আজ জিও মিট ব্রডকাস্টে প্লাটফর্ম ছাড়াও বিশ্বের নামী ৫টি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লাইভ দেখানো হবে রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা। সূত্রের খবর, থ্রিডি মেটাভার্সের হাত ধরে এবার দেশীয় থেকে আন্তর্জাতিক কোম্পানির তকমা পেতে চলেছে কোম্পানি। 


Reliance AGM 2022: চমক দেওয়ার মতো বার্ষিক সাধারণ সভা
কোম্পানির তরফে জানানো হয়েছে,জিমেট্রির মাধ্যমে হবে এই ভার্চুয়াল রিয়ালিটি মিট। যেখানে চাইলে ইনভেস্টার বা শেয়ার হোল্ডাররা কোম্পানির অ্যানুয়াল জেনারেল রিপোর্টের বিজনেস হাইলাইট ভার্চুয়ালি প্রতিটি ঘরে ঢুকে দেখতে পারবেন। সেই ক্ষেত্রে  ২০২১-২২ সালের কোম্পানির রিপোর্ট বুঝে নিতে অসুবিধা হবে না বিনিয়োগকারীদের। গত বছরই তাঁর বক্তব্যে "রিলায়েন্সের আন্তর্জাতিকীকরণ" নিজের  দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে এনেছিলেন মুকেশ অম্বানি। ইতিমধ্যেই রিলায়েন্স ব্রিটিশ ওষুধের চেইন বুটের সম্ভাব্য অধিগ্রহণে অগ্রসর হয়েছে, যা এখনও সম্পূর্ণ হয়নি।


আরও পড়ুন : Small Saving Schemes: পিপিএফে ৭.৮১ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় পেতে পারেন ৮.১০ শতাংশ সুদ, শীঘ্রই সুখবর !


Reliance update: কোন কোন সংস্থার আইপিও আনবে রিলায়েন্স ?
ইটি নাও-এর রিপোর্ট বলছে, রিলায়েন্সের এজিএম বিনিয়োগকারীদের বড় সুযোগ নিয়ে আসতে পারে।  চেয়ারম্যান মুকেশ অম্বানি ইতিমধ্য়েই ডিমার্জার পরিকল্পনার কথা ভাবছে। সেই ক্ষেত্রে সংস্থাটি তার দুটি সংস্থা রিলায়েন্স জিও ও রিলায়েন্স রিটেলের ডিমার্জার বা প্রাথমিক পাবলিক অফার (IPO)-র জন্য একটি টাইমলাইন ঘোষণা করতে পারে। শীঘ্রই বাজারে আসতে পারে সেই আইপিওগুলি।