কলকাতা: দাম্পত্য কলহের জেরেই নাকি তাঁর ভাবমূর্তিতে চিড় ধরেছিল, আর সেই থেকেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরেই বার বার শিরোনামে উঠে এসেছে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Actor Nawazuddin Siddiqui) ও তাঁর স্ত্রী আলিয়ার (Aaliya)-র ঘরের কথা। আর এবার কী সমঝোতার পথে হাঁটছেন দুই তারকা? 


তবে এই সমঝোতা ফের একসঙ্গে থাকার জন্য নয়, সন্তানের দায়িত্বের জন্য। সম্প্রতি স্ত্রীয়ের বিরুদ্ধে একটি নতুন মামলা করেছিলেন নওয়াজ। তাঁর অভিযোগ ছিল, স্ত্রী আলিয়া তাঁর সম্পর্ক কুকথা রটিয়েছেন। এই মর্মে একটি মানহানির মামলা দায়ের করেছিলেন নওয়াজ। কেবল আলিয়া নয়, তাঁর ভাইয়ের বিরুদ্ধেও ১০০ কোটির মানহানির মামলা দায়ের করেছিলেন তিনি।


তবে সম্প্রতি আলিয়াকে একটি 'সেটেলমেন্ট ড্রাফট' (settlement draft) পাঠিয়েছিলেন নওয়াজ। আলিয়ার অ্যাটর্নির কথায়, 'আমি সেটেলমেন্ট ড্রাফট পেয়েছি। এখন আমার মক্কেলের সঙ্গে আলোচনা চলছে। আমি আমার তরফ থেকে জানাচ্ছি, শিশুদের ভবিষ্যৎ ও ভাল থাকার কথা ভেবে আলিয়া ও নওয়াজের মধ্যে যা যা মিটমাট হওয়া সম্ভব তা করার চেষ্টা করব।' আর এর পরেই ওই মানহানির মামলা সম্ভবত তুলে নিচ্ছেন নওয়াজ। সন্তানদের দেখভাল নিয়েও একটি সিদ্ধান্তে আসতে চান তাঁরা।


আগামী ৩ এপ্রিল নওয়াজুদ্দিন ও আলিয়াকে তাঁদের দুই সন্তানকে নিয়ে বোম্বে হাইকোর্টের সামনে হাজির হওয়ার আদেশ দিয়েছে বিচারক রেবতী মোহিতে দেরে ও বিচারক শর্মিলা দেশমুখের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর,  মধ্যস্থতা করে সমস্যার সমাধান করতে আগ্রহী নওয়াজ ও আলিয়া দুইই। তবে আলিয়া শর্ত দিয়েছেন ওই মানহানির মামলা তুলে নেওয়ার। বিবাহবিচ্ছেদের পর সন্তানদের দায়িত্ব ভাগ-বাঁটোয়ারা করে নিতে চান নওয়াজ ও আলিয়া, এমনটাই খবর সূত্রের। বিবাহবিচ্ছেদ যে অনিবার্য,  তা আগেই জানিয়েছিলেন আলিয়া সিদ্দিকি। শোনা যাচ্ছে,  দাম্পত্য কলহের ফলে জনসমক্ষে তাঁর ভাবমূর্তি যে ভাবে নষ্ট হয়েছে, তাতে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে রাজি ‘সেক্রেড গেমস’ অভিনেতা নওয়াজ।


কাজের ক্ষেত্রে, নওয়াজউদ্দিন সিদ্দিকির আগামী ছবি 'হাড্ডি'র (Haddi) প্রথম লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল সিনেপ্রেমীদের মধ্যে।  এক সাক্ষাৎকারে নওয়াজ তাঁর নতুন চরিত্র নিয়ে বলেছিলেন, 'এই ছবিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব। একজন মহিলার আর একজন রূপান্তরকামীর। দুটো একেবারে আলাদা রকমের চরিত্র। অক্ষতের কাছে স্ক্রিপ্টটা ছিল এবং এই ছবিটা প্রায় ৪ বছর ধরে বানাতে চেয়েছিল ও। "একে ভার্সাস একে" ও "সেক্রেড গেমস"-এ দ্বিতীয় ইউনিট ডিরেক্টর হিসেবে কাজ করেছে অক্ষত। অনুরাগ কাশ্যপের সঙ্গে যখন কাজ করে তখন থেকে চিনি আমি ওকে। এবার অবশেষে এই ভেঞ্চারটা সফল হচ্ছে।'


আরও পড়ুন: Shah Rukh Khan: ফিরছে 'কফি উইথ কর্ণ', প্রথম এপিসোডের অতিথি হবেন শাহরুখ!