নয়াদিল্লি: অকালে মারা গেলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ছোট বোন সায়মা তামশি সিদ্দিকি। ২৬ বছর বয়সে মৃত্যু হল তাঁর। গত আট বছর ধরে স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। পুনের হাসপাতালে চিকিত্সা চলাকালে মারা গেলেন তিনি। তাঁর ১৮ বছর বয়সে ক্যানসার ধরা পড়েছিল।

গত বছর বোনের জন্মদিনে  নওয়াজউদ্দিন একটি পোস্ট শেয়ার করে অনুরাগীদের জানিয়েছিলেন যে, তাঁর বোনের বয়স যখন ১৮, তখন ক্যানসার ধরা পড়ে। তিনি লিখেছিলেন, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছা শক্তি ও সাহসের কারণেই ২৫ বছরে পা দিল ও এবং এখনও লড়াই চালাচ্ছে।



নওয়াজউদ্দিন চিকিত্সকদেরও ধন্যবাদ জানিয়েছিলেন।

অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি স্যাক্রেড গেম অভিনেতাকে ওই চিকিত্সকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। নওয়াজউদ্দিনের বোনের মৃত্যুতে তিনি মর্মাহত বলে জানিয়েছেন পুকুট্টি।

বোনের মৃত্যুর সময় আমেরিকায় নো ল্যান্ডস ম্যান সিনেমার শ্যুটিং করছিলেন নওয়াজউদ্দিন। উত্তরপ্রদেশের বুধানায় গ্রামের সায়মার শেষকৃত্য সম্পন্ন হবে।