হায়দরাবাদ: কিছুদিনের বিরতির পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ফিরেই স্বমহিমায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচেই কোহলির দাপুটে ইনিংস। টি ২০ কেরিয়ারে কোহলির সর্বোচ্চ রানের সুবাদে ২০৮ রানের লক্ষ্য তাড়া করে প্রথম ম্যাচ জিতে নিল ভারত। তাঁর ৫০ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বিশেষজ্ঞরা।
১৬ তম ওভারে কেসরিক উইলিয়ামসের বল হেলায় লেগ সাইডের বাউন্ডারির বাইরে ফেলে দেওয়ার পর কোহলির কল্পিত নোটবুকে বোলারের নাম ছেঁটে ফেলার সেলিব্রেশন সবার নজর কেড়ে নিয়েছে। এটি আসলে উইলিয়ামসের সেলিব্রেশনের নকল। ২০১৭-তে জামাইকায় একটি টি ২০ ম্যাচে কোহলিকে ফিরিয়ে এমনই সেলিব্রেশন করেছিলেন উইলিয়ামস। শুক্রবার হায়দরাবাদে তা কড়ায়-গণ্ডায় চুকিয়ে দিলেন ভারতের চেজ-মাস্টার।
কোহলির এই সেলিব্রেশন সম্পর্কে জিজ্ঞাসা করে হলে ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড বলেছেন, ও একজন অ্যানিমেটেড ক্যারাকটার। ও গ্রেট ব্যাটসম্যান এবং সারা বিশ্বকে ধারাবাহিকভাবে দেখিয়ে আসছে যে, বিশ্বমানের ব্যাটসম্যান। ওর নাটকীয়তা বা আর যা কিছু হোক, তা খেলার সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। অনেক সময় রান করতে নিজেকে এভাবে চাগিয়ে তুলতে হয়। এজন্য এ ব্যাপারে আমি অন্য রকম কিছু দেখছি না।
শুক্রবারের ম্যাচে ভালো পারফর্ম করার জন্য দলের ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন পোলার্ড। তবে ২০০-র বেশি রান ডিফেন্ড করতে না পারায় বোলারদের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ গোপন করলেন না তিনি। বললেন, আমরা ভালো ব্যাট করেছি। ২০০-র বেশি রান স্কোরবোর্ডে তুলেছি। কিন্তু বোলিংয়ে শৃঙ্খলা অভাব ও পরিকল্পনা রূপায়ন করতে না পারার মাশুল গুণতে হল।
পোলার্ড বলেছেন, আমরা ২৩ রান অতিরিক্ত দিয়েছি, এরমধ্যে ১৪-১৫ টা ওয়াইড। এতে অতিরিক্ত বল ও ওভার করতে হয়েছে। ভারতের মতো সেরা দলের বিরুদ্ধে এতগুলি অতিরিক্ত ডেলিভারি দিলে যা হওয়ার তাই হয়েছে।
আগামী রবিবার তিরুবনন্তপুরমে দুটি দল সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।
কোহলি ‘অ্যানিমেটেড ক্যারাকটার’, বললেন পোলার্ড, জানালেন হারের কারণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2019 05:37 PM (IST)
কিছুদিনের বিরতির পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ফিরেই স্বমহিমায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচেই কোহলির দাপুটে ইনিংস। টি ২০ কেরিয়ারে কোহলির সর্বোচ্চ রানের সুবাদে ২০৮ রানের লক্ষ্য তাড়া করে প্রথম ম্যাচ জিতে নিল ভারত। তাঁর ৫০ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বিশেষজ্ঞরা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -