মুম্বই: টুকটুকে লাল শাড়ি, মাথায় ওড়না, হিরের গয়নায় বধূবেশে সেজেছিলেন নয়নতারা। অন্যদিকে সাবেকি পোশাকে সেজেছিলেন ভিগনেশ। সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের ছবি দেখে উচ্ছসিত হয়েছিলেন নেটিজেনরা। কিন্তু বিয়ের মাত্র ৪ মাসের মধ্যেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তান লাভ করার খবর অবাক হয়েছিলেন অনেকেই। তবে সেই অবাক হওয়া পেরিয়েও, সবাই শুভেচ্ছা জানিয়েছিলেন নবদম্পতিকে। কিন্তু সন্তানের সিদ্ধান্তের জন্য যে আইনি জালে জড়িয়ে যাবেন দক্ষিণী তারকা জুটি, তা আঁচ করেননি কেউই।                                                                                           


সারোগেসির মাধ্যমে সন্তান হওয়ার প্রচলন এখন রয়েছে। তারকাদের মধ্যে সন্তান নেওয়ার জন্য এই পদ্ধতি বেছে নেন অনেকেই। এমনকি সারোগেসিকে পর্দায় তুলে এনেছিল 'মিমি' ছবিটি। তবে এই সারোগেসির কিছু কিছু নিয়ম রয়েছে। সেটি হল, বিয়ের অন্তত ৫ বছর পরে সারোগেসি পদ্ধতি অবলম্বন করতে পারবেন দম্পতি। স্বামীর বয়স হতে হবে ২৬ থেকে ৫৫ ও স্ত্রীর বয়স হতে হবে ২৩ থেকে ৫০ এর মধ্যে।                                                                                 


আরও পড়ুন: Tusshar on Kareena: 'তারকাসন্তান হলেই জীবন সহজ হয়ে যায় না', করিনার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক তুষার


বিয়ের চার মাসের মধ্যে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান নয়নতারা ভিগনেশের জীবনে এসেছে। এই নিয়ে আপত্তি জানিয়েছে আদালত। এই ঘটনায় আদালতে যে পিটিশন ফাইল করেছেন এই তারকা দম্পতি, তাতে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ৪ মাস আগে নয়, ৬ বছর আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন নয়নতারা ও ভিগনেশ। কাকপক্ষীতেও জানত না সেই কথা। সদ্য যে বিয়ে তাঁরা সেরেছেন, তা কেবলই সামাজিক।