মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খানের বুকে রোম নেই। তাই তিনি ‘উলভারিন’-এর চরিত্রে অভিনয় করতে পারবেন না। এক ভক্তের আবদারের জবাবে এমনই বলেছেন শাহরুখ।

‘এসআরকে’-র এক মহিলা ভক্ত ট্যুইটারে লিখেছিলেন, তিনি প্রিয় নায়ককে উলভারিন-এর চরিত্রে দেখতে চান। তারই জবাবে মজার ছলে শাহরুখ বলেছেন, তিনি বুকে রোম তৈরির চেষ্টা করছেন। উলভারিন হতে গেলে সেটা দরকার।


১৭ বছর আগে প্রথম মুক্তি পায় ‘এক্স-মেন’। এরপর ৯ বার উলভারিন-এর চরিত্র অবলম্বনে ছবি তৈরি হয়েছে। উলভারিন-এর চরিত্রে অভিনয় করা হলিউড তারকা হিউ জ্যাকম্যান বলেছেন, তিনি মনে করেন, শাহরুখ এই ছবিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। জ্যাকম্যান শেষবার উলভারিন-এর চরিত্রে অভিনয় করেছেন ‘লোগান’ ছবিতে। গতকাল সারা বিশ্বে এই ছবি মুক্তি পেয়েছে। তারই প্রচারে তাইওয়ানে গিয়ে শাহরুখকে উলভারিন-এর চরিত্রে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন জ্যাকম্যান।